Salman F Rahman

সালমান এফ রহমান কত টাকার মালিক

সালমান এফ রহমান যার পুরো নাম হচ্ছে আহমেদ সালমান ফজলুর রহমান। তিনি হচ্ছেন বাংলাদেশের শীর্ষস্থানীয় শিল্পপতিদের অন্যতম একজন ২০১৭ সালের মার্চে চিনে গবেষণা প্রতিষ্ঠান করুন গ্লোবাল প্রকাশিত ২২২৫৭ জন ধনী ব্যক্তির তালিকায় তার অবস্থান ছিল ১৬৮৫তম। বাংলাদেশের প্রথম ব্যক্তিত্ব যার নাম বিশ্বের ধনী ব্যক্তিদের তালিকায় সর্বপ্রথম অন্তর্ভুক্ত হয়েছে। বাংলাদেশের অন্যতম শিল্প গোষ্ঠী বেক্সিমকো গ্রুপের চেয়ারম্যান হয়েছেন সালমান এফ রহমান। ২০০৯ সাল বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি খাদ উন্নয়ন বিষয়ক উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন। Salman F Rahman Koto Takar Malik

 বর্তমানে তিনি বাংলাদেশের বেশ কয়েকটি বাণিজ্য সংস্থার সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। যার মধ্যে একটি হলো এসোসিয়েশন অফ টেলিভিশন চ্যানেলঅনারস সংক্ষেপে যাকে বলা হয় এডকো। সালমন এফ রহমান ১৯৫১ সালের ২৩ মে ঢাকা জেলার দোহার উপজেলায় জন্মগ্রহন করেন। তার পিতার নাম ফজলুর রহমান খান। এবং মাতার নাম ছয়দা ফাতেমা রহমান। সালমান এফ রহমান করাচি এক বিশ্ববিদ্যালয় থেকে তার শিক্ষা জীবন সম্পন্ন করেন। শিক্ষাজীবন শেষে সালমান এফ রহমান ১৯৬৬ সালে তার ভাই সোহেল রহমান এর সাথে পারিবারিক পাটকল চালানোর মাধ্যমেপরবর্তীতে বাংলাদেশ সরকার ১৯৭১ সালে পাটকলটি সরকারি করন করে নেয়।

১৯৭২ সালে ধারা বাংলাদেশ এক্সপোর্ট এন্ড ইমপোর্ট কোম্পানি লিমিটেড বেক্সিমকো প্রতিষ্ঠা করেন। এবং এর মাধ্যমে ইউরোপের দেশ সমূহে সামুদ্রিক মাছ ও যৌনাহার রপ্তানি শুরু করে। এবং এ ব্যাবসার অর্জিত অর্থের বিনিময়ে ঔষধ আমদানি করতেন। ১৯৭৬ সালে তারা দুই ভাই মিলে বেক্সিমকো ফার্মাসিউটিক্যাল প্রতিষ্ঠা করেন। বাজারের বিকল্প বিনিয়োগ বাজারে তালিকাভুক্ত হয়। বেক্সিমকো ফার্মার ঔষধ যুক্তরাষ্ট্রের খাদ্য এবং ওষুধ প্রশাসন সহ বিশ্বের বিভিন্ন দেশে কর্তৃপক্ষের রপ্তানি অনুমোদন লাভ করে। ১৯৮২ সালে তারাও দুবাই ভিত্তিক গলাধারী ব্যয় গ্রুপের সাথে মিলিয়ে বাংলাদেশের এ বি ব্যাংক প্রতিষ্ঠা করেন।

পেশাশিল্পপতি, সংসদ সদস্য
মাসিক আয়
বাৎসরিক আয়
মোট সম্পদ১৬ হাজার কোটি টাকা
জন্মস্থানঢাকা

 

১৯৮৫ সালে সালমান তার শেয়ার অন্য অংশীদারদের কাছে বিক্রি করে দেন। পরবর্তী সময় তারা আইএফআইসি ব্যাংক ৩০% শেয়ার ক্রয় করে নেন। এবং সালমান এফ রহমান ২০১০ সালে ব্যাংকটির চেয়ারম্যান হিসেবে নিযুক্ত হন। ব্যবসা-বাণিজ্যের পাশাপাশি মিডিয়া জগতেও রয়েছে সালমান এফ রহমানের বিশেষ প্রতিপত্বি। তিনি দ্যা ইন্ডিপেন্ডেন্ট পত্রিকা ও ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের মালিক। ইনডিপেনডেন্ট পত্রিকার সম্পাদকিয় বোর্ডের চেয়ারম্যান ও হয়েছেন সালমান এফ রহমান। সালমান এফ রহমান ব্যাবসা বাণিজ্যের পাশাপাশি ১৯৯০ এর দশকে রাজনীতিতে প্রবেশ করে।

তিনি সমৃদ্ধ বাংলাদেশ আন্দোলন নামে একটি দল গঠন করেন ১৯৯৬ সালে এই দলের হয়ে তিনি জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করেন। এবং নির্বাচনী বিধিমালা অনুসারে এক অষ্টমাংশ ভোট না পাওয়ায় তার জামানত বাজেয়াপ্ত করা হয়। পরবর্তীতে বাংলাদেশ বাংলাদেশ আওয়ামী লীগে যোগদান করেন তিনি ২০০১ সালে নির্বাচনে তিনি ঢাকা ১ আসন থেকে আওয়ামী লীগের মনোনয়নে জাতীয় সংসদ নির্বাচন করে তৎকালীন বিএনপি প্রার্থী নাজমুল হুদার কাছে পরাজিত হন।

২০০৯ সালে আওয়ামী লীগ সরকার গঠন করলে তখন থেকে তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি খাত উন্নয়ন উন্নয়ন বিষয়ক উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন। ২০১৮ সালে জাতীয় সংসদ নির্বাচনে তিনি পুনরায় ঢাকায় এক আসন থেকে আওয়ামী লীগের মনোনয়ন লাভ করেন এবং নির্বাচিত হন।এবং সাম্প্রতিক সময়ের পুনরায় সে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন। সাম্প্রতিক সময়ে জানা যায় সালমান এফ রহমান এর সমর সম্পত্তির পরিমাণ ১৩০কোটি ডলার।

আরো দেখুনঃ 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top