পৃথিবীর অন্যতম ব্রাজিলিয়ান ফুটবলার নেইমার। আজকে আমরা এই পোস্টে আলোচনা করব নেইমার এর সম্পদ সম্পর্কে। আশা করি আজকের পোস্টটি আপনাদের কাছে ভালো লাগবে। যারা নেইমার সম্পর্কে জানতে আগ্রহী রয়েছেন তারা অবশ্যই আমাদের পোস্টটি সম্পূর্ণ দেখুন।- Neymar Koto Takar Malik
ব্রাজিলের অন্যতম এই ফুটবলার ১৯৯২ সালের ৫ ফেব্রুয়ারি ব্রাজিলে জন্মগ্রহণ করেন। তার উচ্চতা ৫ ফুট ৯ ইঞ্চি। পৃথিবীর সবাই তাকে নেইমার নামেই চিনে। তার বাবার নাম নেইমার সন্তোষ এস আর। এবং তার মায়ের নাম নাদিম সান্তোস। নেইমারের একটি গার্লফ্রেন্ড আছে। কিন্তু মজার বিষয় হচ্ছে সে এখনো বিয়ে করেনি। তার গার্লফ্রেন্ড এর নাম মারি টাভারেজ। সে পেশায় ছিল একজন ব্রাজিলিয়ান মডেল।
২০১৮ সালে নেইমারের সাথে তার বেশ কিছু ঘনিষ্ঠ ছবি ভাইরাল হয়। সেখান থেকেই মূলত জানা যায় নেইমার ব্রাজিলিয়ান এই মডেলকে পছন্দ করেন। কিন্তু নেইমার তার জীবনের সবচেয়ে বেশি সময় ডেটিং এ পার করেন ব্রুনা এর সাথে। তিনিও পেশায় একজন মডেল। নেইমার তার সাথে ডেটিং শুরু করেন ২০১২ সাল থেকে। এবং তাদের রিলেশনশিপ ব্রেকআপ হয় 2018 সালে।
পেশা | ফুটবলার |
মোট সম্পদ | ৪০০ মিলিয়ন ডলার বা ৪,২৫৬ কোটি টাকা |
মাসিক বেতন | ১ কোটি টাকা |
বাৎসরিক আয় | ৫০৯ কোটি টাকা |
বয়স | ৩০ বছর |
জন্মস্থান | সাও পাওলো, ব্রাজিল |
নেইমারের একটি ছেলে রয়েছে। যার নাম ডেভিল সন্তোষ। যে জন্মগ্রহণ করেন ২৪ শে আগস্ট ২০১১ সালে। নেইমারের অতীতে অনেক গার্লফ্রেন্ড ছিল। টাকা পয়সার হিসেব করলে নেইমারের অনেক সম্পদ রয়েছে। তার গাড়ির কালেকশনের কোন হিসেব নেই। নেইমারের বর্তমানে একুশটির বেশি গাড়ি রয়েছে যার এক একটির দাম প্রায় 20 কোটি টাকার বেশি।
নেইমারের বেশ কিছু বাড়ি রয়েছে যার মত বার্সেলোনাতে ২০০ কোটি টাকার বেশি খরচ হয়েছে একটি বাড়ি করতে। তার জীবনের সবচেয়ে বেশি খরচ করা হয় এই বাড়িটি তৈরি করতে। নেইমার বর্তমানে মাসে প্রায় ১ কোটি টাকার বেশি আয় করেন। বর্তমানে তার টাকার পরিমাণ ৪০০ মিলিয়ন ইউএস ডলার এর বেশি। খেলাধুলার পাশাপাশি তার আয়ের উৎস এখন ব্যবসা। নেইমার ফুটবলের পাশাপাশি তার ব্যবসার পরিধি দিন দিন বাড়িয়ে তুলেছেন।
আরো দেখুনঃ
- শচীন টেনডুলকার কত টাকার মালিক
- বসুন্ধরা গ্রুপ কত টাকার মালিক
- রতন টাটা কত টাকার মালিক
- আকিজ গ্রুপ কত টাকার মালিক
- সৌরভ গাঙ্গুলী কত টাকার মালিক
- যমুনা গ্রুপ কত টাকার মালিক
- পরীমনি কত টাকার মালিক
- মোস্তাফিজুর রহমান কত টাকার মালিক
- বিরাট কোহলি কত টাকার মালিক
- অনন্ত জলিল কত টাকার মালিক
- আফ্রিদি কত টাকার মালিক