আমাদের অনেকের প্রিয় নায়ক নায়িকা রয়েছে বলিউডে। তাদের মধ্যে শাহরুখ খান অন্যতম প্রিয় বলিউডের নায়ক হিসেবে আমরা সবাই চিনি। শাহরুখ খান যাকে এক নামেই চিনেন বিশ্বব্যাপী। বলিউড থেকে শুরু করে হলিউড টলিউড এবং বিশ্বের নানা প্রান্ত সব জায়গাতে রয়েছে শাহরুখ খানের কোটি কোটি ভক্ত। তাজ মোহাম্মদ খান আর লতিফ ফাতিমার পরিবারে ১৯৬৫ সালে ২ নভেম্বর নিউ দিল্লির এক মুসলিম পরিবারের জন্ম হয় শাহরুখ খানের। আনুষ্ঠানিকভাবে তার নামের অদক্ষর দিয়ে গঠিত এসআরকে নামে ডাকা হয়, তিনি একজন ভারতীয় অভিনেতা প্রযোজক টেলিভিশন উপস্থাপক। শাহরুখের প্রথম টেলি সিরিয়াল শুরু হয় ১৯৮৯ সালে। –Shah Rukh Khan Koto Takar Malik
কর্নেল কাপড়ের পরিচালনায় ফৌজি নামের সেই ধারাবাহিক খুবই জনপ্রিয় হয়েছিল। সেখানে প্রথমার ভারতের দর্শক দেখলেন পরের কয়েক বছরের স্টার থেকে সুপারস্টার হয়ে ওঠা শাহরুখ খানকে। ১৯৯১ সালে প্রথম চলচ্চিত্র অভিনয় করেন শাহরুখ খান। সেটেছিল হেমা মালিনী অভিনীত দিল আসনা হ্যায়।নায়ক হিসেবে শাহরুখকে প্রথম দেখা গেলে পরের বছর ২৫ শে জুন ১৯৯২ তে দিওয়ানায়।এরপর তিনি অসংখ্য বাণিজ্যিকভাবে সকল চলচ্চিত্রে অভিনয় করেন এবং খ্যাতি অর্জন করেন। শাহরুখ খান বলিউডের দুই খানের থেকে অনেকটাই বেশি রোজগার করে থাকেন।
ব্র্যান্ড থেকে শুরু করে তার প্রোডাকশন হাউস, পাশাপাশি তার নিজের সম্পত্তির পরিমাণ এক কথায় চোখ ধাঁধানো।২০২০ সালের পর শাহরুখ খান ৫১৩১ কোটি টাকার মালিক। শুধু তাই নয়, শুধু চলতি বছরই তার আয় হয়েছে ৯০ মিলিয়ন। প্রতিবছর শতকরা ৮ শতাংশ হারে বাড়তে থাকে শাহরুখ খানের মোট আয়। মাস কিছু আয় হয় ২৫ কোটি টাকা। বছরে শাহরুখ খানের কম বেশি আয়ে দাঁড়ায় ৩০০ কোটি টাকা। যার বেশিরভাগই বর্তমানে আসে তার সংস্থা ও বিজ্ঞাপন থেকে। শাহরুখ খান ১৩ বার ফ্লিমফের পুরস্কার লাভ করেন। এর মধ্যে আটটি ছিল সেরা অভিনেতার পুরস্কার। তিনি বলিউডের অন্যতম সফল অভিনেতা। গণমাধ্যমে বলিউডের বাদশা, বলিউডের কিং, ও কিং খান, হিসেবে পরিচিত শাহরুখ খান আশিটিরও অধিক চলচ্চিত্রে অভিনয় করেছেন।
শাহরুখ খান কত টাকার মালিক
পেশা | অভিনেতা |
মোট সম্পদ | ৫১৩১ কোটি টাকা |
মাসিক বেতন | ২৫ কোটি টাকা |
বাৎসরিক আয় | ৩০০ কোটি টাকা |
বয়স | ৫৯ বছর |
জন্মস্থান | ভারত |
হিন্দি চলচ্চিত্র অসাধারণ অবদানের জন্য ২০০২ সালে ভারত সরকার শাহরুখ খানকে পদ্মশ্রী পুরস্কারে ভূষিত করে এবং ফ্রান্স সরকার তাকে অত্র দে আর তো এ দে নেত্র ও লেজিও ধনর সম্মাননায় ভূষিত করে। অভিনেতা হিসেবে বৈশ্বিক অবদানের জন্য শাহরুখ খানকে সম্মানসূচক ডক্টরেট উপাধিতে ভূষিত করেছে স্কটল্যান্ড এর প্রাচীন বিশ্ববিদ্যালয় এডিনবরা বিশ্ববিদ্যালয়। ওয়েলথ এক্স সংস্থার বিচারে বিশ্বের সবচেয়ে ধনী হলিউড বলিউড তারকার তালিকায় শাহরুখ খান দ্বিতীয় স্থান পেয়েছেন। তার ছবির দর্শক সংখ্যা ও আয়ের দিক থেকে তাকে বিশ্বের অন্যতম সফল চলচ্চিত্র তারকা বলে অভিহিত করা হয়। শাহরুখ খানের বেশ কয়েকটি দামি দামি গাড়ি রয়েছে তার মধ্যে BMW ৭ সিরিজ, রুলস রয়েলস ফালটাম,রকেট কোট ল্যান্ড ক্রুজার সহ আনুমানিক সর্বোচ্চ দ্রুতগামী গাড়ি। এছাড়া মুম্বাইয়ে প্রায় ১৫০ কোটি টাকা স্থাবর সম্পত্তি রয়েছেন কিং খানের।
আরো দেখুনঃ
- আমিন খান কত টাকার মালিক
- ইলিয়াস কাঞ্চন কত টাকার মালিক
- জিৎ কত টাকার মালিক
- হিরো আলম কত টাকার মালিক
- প্রসেনজিৎ কত টাকার মালিক
- সজীব ওয়াজেদ জয় কত টাকার মালিক
- নেইমার কত টাকার মালিক
- শচীন টেনডুলকার কত টাকার মালিক
- বসুন্ধরা গ্রুপ কত টাকার মালিক
- রতন টাটা কত টাকার মালিক
- আকিজ গ্রুপ কত টাকার মালিক