Sachin Tendulkar

শচীন টেনডুলকার কত টাকার মালিক

১৯৮৯ সালের ঘটনা ভারত পাকিস্তান টেস্ট ম্যাচ প্রথম ইনিংসে টসে হেরে ব্যাটিং এ পাকিস্তান। এবং ইনিংস শেষে সংগ্রহ করে ৪০৯ রান। জবাবে ৪১ রানে ৪ উইকেট পরে যায় ভারতের। তখন ব্যাটিং এ নামের একজন কিশোর যার বয়স মাত্র ১৬ বছর।-Sachin Tendulkar Koto Takar Malik

ব্যাটিং এ নেমেই ওয়াকার ইউনুসের একটি বলে মাথায় আঘাত পায় সেই কিশোর। তারপরেও ব্যাটিং চালিয়ে যাওয়া সেই হাস না মানা কিশোরই হচ্ছে আজকের শচীন টেন্ডুলকার।

২৪ শে এপ্রিল ১৯৭৩ সালে ভারতের মুম্বাই শহরের একটি মধ্যবিত্ত পরিবারে জন্মগ্রহণ করেন শচীন রমেশ টেন্ডুলকার।

বাবা রমেশ তেনডুলকার ছিলেন অধ্যাপক এবং লেখক। পিতা ছেলের নাম রেখেছিলেন বিখ্যাত সুরকার “শচীন দেব বর্মণ” এর সাথে মিলিয়ে।

যখন শচীনের বয়স ১১ বছর তখন তাকে একটি ক্রিকেট ব্যাট উপহার দেন তার বড় বোন। এরপরই থেকেই শুরু হয়ে যায় একটি সাধারব ছেলের অমরত্বের পথে যাত্রা।

পেশা সাবেক ক্রিকেটার
মোট সম্পদ১৬০০ কোটি টাকা
মাসিক বেতন 
বাৎসরিক আয় 
বয়স ৪৯ বছর
জন্মস্থান মুম্বাই, ইন্ডিয়া

বড় ভাই অজিত টেন্ডুলকার ১১ বছর বয়সেই ছোট ভাইকে নিয়ে যান শিবাজি পার্কে যেখানে শ্রী রামাকান্ত আচরেকার এর অধীনে ক্রিকেট প্র্যাক্টিস শুরু করেন শচীন। ঘন্টার পর ঘন্টা সেখানে প্র্যাক্টিস করতে শুরু করেন সেদিনের সেই কিশোর শচীন।

আরো দেখুনঃ 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top