Ebadot Hossain Koto Takar Malik

এবাদত হোসেন কত টাকার মালিক

“আমি বিমান সেনা, স্যালুট দিতে জানি”। বিমান বাহিনী থেকে বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটার হওয়ার গল্প এবং বিস্তারিত তথ্য জানতে সম্পূর্ণ পোস্টটি দেখুন। এবাদত হোসেন চৌধুরীর উইকেট উদযাপনের রহস্য বাংলাদেশ ক্রিকেটের অনেকেরই জানা। এবার তা জেনে গেল ক্রিকেট বিশ্ব। নিউজিল্যান্ডে বাংলাদেশের ইতিহাস গড়া জয়ের নায়ক মাথা উঁচু করে বললেন বাংলাদেশ ক্রিকেট দল ও বাংলাদেশ বিমান বাহিনীর প্রতিনিধিত্ব করতে পেরে গর্বের কথা। কিছুদিন আগেও বোলিং এর চেয়ে সম্ভবত বেশি আকর্ষণীয় ছিল এবাদত হোসেনের উদযাপন। উইকেট নেয়ার পর খানিকটা মার্চ করে তিনি ঠুকে দেন সেলুট। এমন উদযাপনের কারণ তার আরেকটি পরিচয়। তার বাবার নাম নিজাম উদ্দিন চৌধুরী ও মাতার নাম সামিয়া বেগম চৌধুরী। ছয় ভাই-বোনের মধ্যে এবাদত দ্বিতীয়।- Ebadot Hossain Koto Takar Malik

বাংলাদেশ ক্রিকেট দলের সদস্যই শুধু নয় তিনি বাংলাদেশ বিমান বাহিনীর একজন সদস্য। এবাদত হোসেন ২০১২ সালে যোগদান বাংলাদেশ বিমান বাহিনীতে। বিমান বাহিনীর হয়ে খেলতেন ভলিবল। তবে ভালোবাসা ছিল ক্রিকেটের প্রতিও। সাথে ছিল উচ্চ গতিতে বল করতে পারার সামর্থ। ভলিবল খেলোয়ার ইবাদত স্বপ্ন দেখতেন কোনভাবে ক্রিকেটের ভুবনে বিচরণের। ২০১৪ সালে ঢাকা প্রথম বিভাগ ক্রিকেটে খেলে ফেলেন তিনি। আরো বড় পর্যায়ে তাকে উঠে আসার সুযোগটি করে দেন ২০১৬ সালের পেসার হ্যান্ড কার্যক্রম।

সেই আসরের সবচেয়ে গতিময় বোলারের পুরস্কার পেয়ে যান তিনি। ঘসে মেজে তাকে গড়ে তুলতে হাইপারফরমেন্স স্কোয়াডে নিয়ে আসে বিসিবি। সেখানে একটি ক্যাম্পে তাকে দেখে মনে ধরে সাবেক পাকিস্তানি পেসার এবং বর্তমানে কোচ হিসেবে খ্যাতিমান হয়ে ওঠা আকিব জাবেদ এর। যাওয়ার সময় আকিব বলে যান এবাদত এর দিকে বাড়তি নজর রাখতে। ইবাদতের জীবনের মোড় ততদিনে ঘুরে যায়। ঘুরে যায় ভুলি বল খেলোয়াড় হিসেবে জীবনের অধ্যায়। বিমান বাহিনীর চাকরি যদিও হয়ে যায় এবং বাহিনী থেকে সহায়তা পান যথেষ্ট। পরবর্তীতে ক্রিকেট হয়ে ওঠে তার জীবন। ছোটবেলা থেকেই ক্রিকেটের প্রাতিষ্ঠানিক শিক্ষা ততটা ছিল না।

এবাদত হোসেন কত টাকার মালিক

পেশা ক্রিকেটার
মোট সম্পদ১০ কোটি টাকা
মাসিক বেতন ১ লক্ষ টাকা
বাৎসরিক আয় ৬৬ লক্ষ টাকা
জন্মস্থান মৌলভীবাজার

বিসিবির সিস্টেমে থেকে চেষ্টা করেন নিজেকে তৈরি করার। এরপর নজর কারেন ঘরোয়া ক্রিকেটে। বিসিবি একাদশ ও বিপিএল এ। পাকিস্তানি কিংবদন্তি ওয়াকার ইউনুস এর সাথে কাজ করার সুযোগ পান বি পি এল এ। ২০১৯ সালের মার্চ এ মাথায় উঠে টেস্ট ম্যাচের ক্যাপ। তিনি বলেন আমি বাংলাদেশ বিমান বাহিনীর সেনা। আমি জানি কিভাবে স্যালুট করতে হয়। আমি ক্রিকেট উপভোগ করছি। এবং বাংলাদেশ দলকে প্রতিনিধিত্ব করার চেষ্টা করছি। বাংলাদেশ বিমান বাহিনীকেও

আরো দেখুনঃ 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top