Akshay Kumar

অক্ষয় কুমার কত টাকার মালিক

বলিউঢে যদি এনার্জেটিক এবং সব ধরনের চরিত্র কমেডি থেকে শুরু করে একশন এবং গম্ভির টাইপের চরিত্র পর্যন্ত নিজেকে সাবলিল ভাবে উপস্থাপন করতে পারে এমন অভিনেতার নামের তালিকা করা হয় তাহলে অক্ষয় কুমারের নাম প্রথমেই থাকবে,অক্ষয় কুমার বলিউঢের একজন মাষ্টার পীস অভিনেতা ,তাকে অনেকে খিলারীও বলে ডাকে।কারন সে তুখিলাড়ি ম্যা আনাড়ি থকে শুরু করে খিলারী ৭৮৬ পর্যন্ত তিনি তার স্টারডোম ধরে রেখছেন।অক্ষয় কুমার কে অনেকে চিনলেও অক্ষয় কুমার কত টাকার মালিক তা হয়তো অনেকেই জানে না।-Akshay Kumar Koto Takar Malik

অক্ষয় কুমার যখন সিনেমায় আসেন তখন তিনি সিনেমা প্রতি দশ লক্ষ রুপি পারিশ্রমিক নিতেন। পরবর্তিতে তার সিনেমা গুলো ব্যাবসা সফল হয়ার সাথে সাথে তার পারিশ্রমিকও বাড়তে থাকে।দুই হাজার সাল পর্যন্ত তিনি সর্বচ্চ পয়তাল্লিশ লাখ রুপি পারিশ্রমিক নিয়ে বলিউঢের সিনেমায় কাজ করেছেন।দুই হাজার সাল থেকে দুই হাজার দশ সাল পর্যন্ত তিনি ষাট লক্ষো থকে শুরু করে ছয় কটি রুপি পারিশ্রমিক নিয়ে তিনি বলিউঢের সিনেমায় কাজ করেছেন।

দুই হাজার দশ সাল থেকে দুই হাজার বিষ সাল পর্যন্ত তিনি সর্বচ্চো ত্রিশ কটি রুপি পারিশ্রমিক নিয়ে তিনি রেকর্ড করেছেন,অক্ষয় কুমার এখন পর্যন্ত একশত দশ টি হিন্দি সিনেমায় অভিনয় করেছেন,তার অভিনিত অধিকাংশ সিনেমাই ব্যাবসা সফল এবং দর্শক নন্দিত।তিনি প্রায় ত্রিশ বছর ধরে অভিনয়ে কাজ করে আসছেন,অক্ষয় কুমার বেশ বিলাশ বহুল জীবন যাপন করেন,তার মোট পাচটি বিলাশ বহুল বাড়ি রয়েছে,মউরিটিয়াছে বিচ ফ্রন্টের সামনে তার আকর্ষনীয় বাড়িটির মূল্য প্রায় পাঁচ কটি রুপি,ট্ররনেডো বাংলোটির মূল্য প্রায় চার কটি রুপি,আন্ধেরির চারটি ফ্লাটের দাম প্রায় দশ কটি রুপী,মুম্বায়ের বাড়িটির মূল্য প্রায় ছয় কটি রুপী, এবং চেন্নায়ে তার সব থেকে পছন্দের বাংলোটির মূল্য প্রায় আট কটি রুপী।

অক্ষয় কুমার কত টাকার মালিক

পেশা অভিনেতা 
মোট সম্পদ৩,৫০০ কোটি টাকা 
মাসিক বেতন ৫ কোটি ৫০ লক্ষ+ 
বাৎসরিক আয় ৬৬ কোটি টাকা 
জন্মস্থান অমৃতসার, ইন্ডিয়া

অক্ষয় কুমার এর গাড়ির কালেকশন

তাহলে বুঝতেই পারছেন প্রিয় দর্শক অক্ষয় কুমার কতটা বীলাশ বহুল জীবন যাপন করতে পছন্দ করেন।গাড়ীর প্রতি তার আলাদা একধরেনের ভালবাসা রয়েছে,গ্যারেযে মার্সিটিস ভি ক্লাস ,মার্সিটিস জি এল এস,মার্সিটিস জি এল থ্রি ৫০,রেন্স রোভার ,রোলস রোয়েস ফান্টম মডেলের গাড়ী রয়েছে,তার এই সব কটি গাড়ীর মোট মূল্য বারো কটি ষাট লাখ রুপী,এছাড়া তার প্রাইভেট জেট রয়েছে,জেটটির মূল্য প্রায় পনের কটি রুপী। তিনি ওয়াল্ড কাবাডি লীগের একটি দলও কিনে নিয়েছেন,তার সেই দলটির বর্তমান মূল্য প্রায় ছয় কটি রুপী।

তিনি ব্যান্ড এম্বাসেডর এর জন্য ৬-৭ কোটি রুপী পারিশ্রমিক নিয়ে থাকেন,তিনি এখন পর্যন্ত টাটা ,হারপিক বাথরুম ক্লিনার সহ বিষটি ব্যান্ডের বিজ্ঞাপনে কাজ করেছেন, তিনি প্রতিটি বিজ্ঞাপনে কাজ করার জন্যে এক কোটি পঞ্চাশ লোক্ষ রুপী নিয়ে থাকেন।রাজস প্রতিষ্ঠান তার সাথে চার বছরের বিজ্ঞাপন চুক্তি করেছে,এবং তার জন্য তিনি আঠার কোটি রুপী পারিশ্রমিক নিয়েছেন, তিনি বছরে প্রায় সত্তর কোটি রুপী বিন হিউমিন ফাউন্ডেসন এবং বিভিন্ন ট্রাষ্টে দান করে থাকেন। তিনি বছরে প্রায় সাইত্রিস কোটি রুপী ট্যাস্ক দিয়ে থাকেন।বর্তমানে অক্ষয় কুমাড়ের ব্যাংক ব্যালেন্স ইনভেন্সমেন্ট সহ প্রায় দুইশত তিয়াত্ততুর মিলীয়ন বা ভারতিয় মূদ্রায় প্রায় এক হাজার আটশত ৭০ কোটি রুপীর সম্পদ রয়েছে।

আরো দেখুনঃ 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top