Fact About Human Body

মানবদেহ সম্পর্কে অজানা তথ্য -আপনি জানলে অবাক হয়ে যাবেন

আপনি কি জানেন আমাদের একটি চোখের ওজন কত হতে পারে। আর আপনি কি জানেন আমাদের ৫ আঙ্গুলের ভেতরে মিডিল ফিঙ্গার এর নখ অন্যান্য ফিঙ্গার এর নখ এর তুলনায় ৫ গুণ দ্রুত বড় হয় কেন। আপনি কি এটা জানেন যে একজন সুস্থ মানুষ দিনে গরে ২২ হাজার এর বেশি শ্বাস-প্রশ্বাস নেয়। যে সকল মানুষ ইনসো মিয়া অর্থাৎ ঘুম না হওয়ার সমস্যায় ভুগছেন তাদের ব্রান্ড শক্তি ৩০ শতাংশ কমে যায়। আর আপনি জেনে অবাক হবেন যে হিউম্যান ব্রেন এ এক সেকেন্ডে এক লাখের বেশি কেমিক্যাল রিএকশন হয়ে থাকে। আমাদের আজকের পোস্টে আপনাদের জন্য এমনই কিছু ইন্টারেস্টিং এবং গুরুত্বপূর্ণ তথ্য জানাবো মানবদেহের সম্পর্কে।-Fact About Human Body

আপনি একটু ভাবেন যে আপনি কোন হরর মুভি দেখছেন। তখন আপনার কেমন লাগে অথবা আপনি সুইমিং পুলে গোসল করে যখন বেরিয়ে আসবেন তখন সাথে সাথে আপনার শরীরে এক ধরনের শীতল হাওয়া গায়ে লাগে তখন আপনার শরীর এর কি অবস্থা হয়। শরীরের প্রত্যেকটা লোম দাঁড়িয়ে যায় তাই তো। কিন্তু আপনি কি জানেন এই দুটি আলাদা আলাদা সিচুয়েশনে কেন আমাদের শরীরে একই প্রতিক্রিয়া দেখা যায়। এ সকল কিছু হয়ে থাকে আমাদের শরীরে থাকা অ্যাড্রিনালিন হরমোন এর কারণে। এই হরমোন যখন আমাদের প্রচুর পরিমাণে টেনশন হয় বা যখন আমরা খুব বেশি পেরেশানিতে ভুগি তখন এটা নিশ্রিত হতে থাকে। আর এই হরমোন যখন অচেতন অবস্থায় রিলিজ হয় তখন তাকে গজি বামস বলা হয়ে থাকে।

এটাতে কোন সন্দেহ নেই যে মানব শরীর অনেকটাই ইন্টেলিজেন্ট হয়ে থাকে। যদি আমরা হিউম্যান বডিকে সুপার কম্পিউটার বলি তাতে কোন ভুল হবে না। আমাদের শরীরে যদি কোন কিছু ঠিকঠাক মত না চলে সাথে সাথে সেটা সিগনাল দেয়া শুরু করে দেয়। যদি শরীরের ভেতরে ভয়ংকর কোনো রোগ থাকে তাহলে এর প্রতিক্রিয়া সাথে সাথেই আমরা দেখতে পাই। তেমনি ভাবে আপনি অনেক লোকের হাতের আঙ্গুলে একটা জিনিস লক্ষ্য করবেন যে আঙ্গুলের নখ এ একটা বা একাধিক সাদা দাগ রয়েছে।

এই সাদা দাগ এটা প্রমাণ করে যে আপনার শরীরে আয়রন ক্যালসিয়াম এবং ভিটামিন এর প্রচুর অভাব রয়েছে। মানব শরীরের শ্বাসযন্ত্র দেহ থেকে বের করে পানিতে ছেড়ে দিলে সেটা নিজে নিজেই সাতরাতে পারবে। আমরা যত দ্রুত শ্বাস-প্রশ্বাস নেই না কেন আমাদের শরীরের শ্বাসযন্ত্র প্রায় এক লিটারের মতো বায়ো শরীরের অভ্যন্তরে সংরক্ষণ করে রাখতে পারে। আর আপনি তো এটা জানেন যে পানির ঘনত্বের তুলনায় কোন কিছু ঘনত্ব যদি কম হয় তাহলে সেটা পানির উপর ভাসবে। আর এ কারণে মূলত শ্বাস যন্ত্রটি পানির উপরে সহজেই ভাসে।

শ্বাসযন্ত্র নিয়ে আরও একটি মজার তথ্য হচ্ছে লাঞ্চের যে বায়োনালিকা থাকে সেটা গাছের শাখার মতোই ঘন হয়ে থাকে। সকল মানুষ এবং জীবজন্তু জীবিত থাকার জন্য খাবার খেয়ে থাকে। একজন সুস্থ মানুষ জন্ম থেকে বৃদ্ধ হবার আগ পর্যন্ত এভারেজ মোট কি পরিমান খাবার খেয়ে থাকে, এর উত্তর হচ্ছে প্রায় ৩০ হাজার কেজি। আমাদের মাথার চুল প্রতিদিন প্রায় ০.০৩ সেন্টিমিটার বৃদ্ধি পায়। মানব শরীরে থাকা প্রায় সকল হেয়ার ফলিক্যাল স মায়ের পেটে থাকা অবস্থায় জন্ম হয়ে যায়।

ক্যান্সার রোগীদের চুল পড়ে যায় কারণ কেমোথেরাপি দেয়ার ফলে দ্রুত বর্তমান শীল অঙ্গ বৃদ্ধি বন্ধ হয়ে যায়। আর চুল হচ্ছে শরীরের দ্রুত বর্তমান শিল একটি অঙ্গ। এর ফলে সকল চুল ঝরে যায় কিংবা নিজে থেকেই অনেকে কেটে ফেলে দেন। জিহ্বা ছাড়া মানব দেহের কোন খাবারের স্বাদ নেয়া অসম্ভব। জিব্বার কোন নির্দিষ্ট অংশ নয় বরং যেকোনো অংশ দিয়ে আপনি মিষ্টি টক বা ঝাল অনুভব করতে পারবেন। পুরুষদের জিব্বা 3.3 ইঞ্চি এবং মহিলাদের জিব্বা 3.1 ইঞ্চি হয়ে থাকে।

এটা শুধুমাত্র স্বাভাবিক পুরুষ এবং মহিলাদের ক্ষেত্রে প্রযোজ্য। আমাদের দেহের তেহাত 73% পার্টস পানি দ্বারা প্রভাবিত হয়। পানি আমাদের শরীরের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। আপনার শরীরের পানির অভাব আপনার ওজনের এক শতাংশ সমান হয় তখন আপনার পিপাসা পায়। যখন এই অভাবটা ১০ শতাংশ এর মধ্যে চলে যায় তখন আপনার মৃত্যু পর্যন্ত হতে পারে।

আরো দেখুনঃ 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top