পারফিউম এবং বডি স্প্রে দুইটা আলাদা জিনিস। আমরা অনেকেই রয়েছি যারা এই বিষয়গুলো নিয়ে গুলিয়ে ফেলি। এই ফ্যাশন মিসটেক গুলো আমরা অনেকেই করে থাকি বর্তমানে। তাই আমাদের আজকের পোস্টে পারফিউম, বডি স্প্রে এবং আতর এর মধ্য পার্থক্য তুলে ধরা হলো।
পারফিউম এবং বডি স্প্রে দুটি আলাদা জিনিস। অনেকেই মনে করেন পারফিউম নিলে বডি স্প্রে নেয়ার প্রয়োজন নেই আবার বডি স্প্রে নিলে পারফিউম নেয়ার প্রয়োজন নেই। কিন্তু বিষয়টি ভুল।
পারফিউম হচ্ছে রাতে কোন পার্টি বা অকেশনালি ব্যবহারের জন্য।
আর বডি স্প্রে হচ্ছে স্কুল কলেজ অফিসে যেতে ব্যবহারের জন্য।
আপনি যখন কোন ডেটিং বা মেয়ের সাথে দেখা করতে যাবেন তখন পারফিউম ইউজ করার চাইতে বডি স্প্রে ইউজ করা বেশি সুফল বয়ে আনে।
পারফিউম বা Deo হচ্ছে সুগন্ধি জাতীয় বা আতর জাতীয় জিনিস। আতরে এলকোহল দেয়া হয় না। কিন্তু পারফিউম এবং বডি স্প্রে তে এলকোহল যুক্ত করা থাকে।
বডি স্প্রে তে হালকা সুগন্ধি থাকে অপর দিকে পারফিউম এ কড়া সুগন্ধি থাকে। বডি স্প্রে শরীরে লাগানো যায় কিন্তু পারফিউম কাপড়ে লাগাতে হয়।
পারফিউমে তেল জাতীয় পদার্থ থাকে আর বডি স্প্রে তে এলকোহল এর পরিমাণ বেশি থাকে। বডি স্প্রে এর চাইতে পারফিউম এর দাম একটু বেশি হয়ে থাকে। পারফিউম এর ঘ্রাণ দীর্ঘস্থায়ী হয় কিন্তু বডি স্প্রে এর ঘ্রাণ স্বল্পমেয়াদী হয়ে থাকে।
আরো দেখুনঃ
- হাতি সম্পর্কে অজানা তথ্য -জেনে রাখুন এখনি
- বাদুর সম্পর্কে অজানা তথ্য -ঘন্টায় প্রায় ৬০০ পোকা খেতে পারে
- কাক সম্পর্কে ৩০ টি অজানা তথ্য
- মেসি সম্পর্কে বিস্তারিত তথ্য -সর্বকালের সেরা এই খেলয়ার সম্পর্কে জানুন
- উত্তর কোরিয়া সম্পর্কে অজানা তথ্য
- মুকেশ আম্বানি কত টাকার মালিক
- সাতক্ষীরা কি জন্য বিখ্যাত? জেনে নিন এই জেলার আদ্যপ্রান্ত
- ফেসবুক রিল অপশন বন্ধ করার নিয়ম
- জেফ বেজোস কত টাকার মালিক
- ইলন মাস্ক কত টাকার মালিক
- মহাবিশ্ব সম্পর্কে অজানা তথ্য
- নরওয়ে সম্পর্কে অজানা তথ্য