পৃথিবীর সম্পর্কে অজানা তথ্য। সৌরজগতে প্রাণ ধরানোর উপযোগী একমাত্র গ্রহ আমাদের বাসস্থান পৃথিবী সম্পর্কে মজার কিছু অজানা তথ্য জানবো আজকের পোস্টে। সৌরজগতের প্রায় সকল গ্রহ উপগ্রহের নামকরণ করা হয়েছে কোন না কোন রোমান বা গ্রীক দেব-দেবীর নামে। যেমন শুক্র গ্রহের নামকরণ করা হয়েছে গ্রী ক সৌন্দর্য ও ভালোবাসার দেবী ভেনাস এর নামে। রোমান যুদ্ধের দেবতা মার্চ এর নামে রাখা হয়েছে মঙ্গল গ্রহের নাম। শুধুমাত্র আমাদের নিজ গ্রহ পৃথিবীর নামকরণ কোন দেবদেবীর নামে করা হয়নি।-Fact About Earth
পৃথিবীর বয়স প্রায় সাড়ে 400 কোটি বছর হলেও আমরা একে আর্থ বা পৃথিবীর নামে ডাকা শুরু করেছি প্রায় এক হাজার বছর আগে থেকে। প্রায় সকল ভাষাতেই পৃথিবী নামক শব্দটি মাটি বা ভূমি শব্দের সমার্থক শব্দ। সূর্য থেকে গ্রহ গুলোর দূরত্ব বিচারে পৃথিবী সৌরজগতের তৃতীয় গ্রহ। পৃথিবীর আকার সৌরজগতের অন্যান্য গ্রহের তুলনায় বেশ ছোট। জুপিটার বা বৃহস্পতি গ্রহ পৃথিবীর তুলনায় সাইজে ১ হাজার গুন বড়। আমরা পৃথিবী থেকে যেমন চন্দ্রদ্বয় বা চন্দ্রাস্ত দেখি ঠিক একই ভাবে চাঁদে থেকেও পৃথিবীর উদয় বা পৃথিবী অস্ত দেখা যায়।
অ্যাপোলো এইট নভোচারীরা চাঁদকে প্রদক্ষিণ করার সময় সর্বপ্রথম এ অপার্থিব দৃশ্য ক্যামেরা বন্দী করে। পৃথিবীর প্রতি সেকেন্ডে ২৯ কিলোমিটার বেগে সূর্যের চারদিকে প্রদক্ষিণ করে। এই গতিতে ঢাকা থেকে টোকিও যেতে সময় লাগবে মাত্র দুই মিনিট। নভোচারীরা প্রথম মহাশূন্য থেকে পৃথিবীর দিকে তাকিয়ে এর নাম দেয় ব্লু প্লানেট। বা নীল গ্রহ। আমাদের পৃথিবীর ৭০ ভাগ অংশ পানি দ্বারা পরিবেশিত। আর তাই মহাশূন্য থেকে পৃথিবীকে নীল দেখায়।
প্রায় ৩০ কোটি বছর আগে পৃথিবীর সকল স্থলভাগ একসাথে এক বিরাট মহাদেশ আকারে ছিল। আর ছিল একটি মাত্র মহাসাগর। তখনকার সে একক মহাদেশকে বলা হতো প্যানজিয়া। আর সে মহাসাগরকে বলা হতো প্যান থালাসা। সময়ের ব্যবধানে পৃথিবীর স্থলভাগ বিভক্ত হয়ে তৈরি হয়েছে সাতটি মহাদেশ ও পাঁচটি মহাসাগর। প্রায় ৩০ কোটি বছর আগে আমাদের পৃথিবীতে বাস করত প্রায় 700 ভিন্ন প্রজাতির ডাইনোসর। আপনি যদি বর্তমান পৃথিবীর উপর হতাশ হয়ে টাইম ট্রাভেল করার মাধ্যমে পূর্বের জগতে ফিরে যেতে চান তবে অবশ্যই স্পেস স্যুট পড়ে যেতে ভুলবেন না। কারণ তখনকার পৃথিবীর আবহাওয়া ও জলবায়ু মোটেও এখনকার মত ছিল না।
সে সময় বাতাসে যে পরিমাণ অক্সিজেন ছিল তাকে আসলে নাই বললেও চলে। আমাদের সৌরজগতের অন্যান্য গ্রহের একাধিক প্রাকৃতিক উপগ্রহ বা চাঁদ রয়েছে। শুধু আমাদের পৃথিবীরই একটি মাত্র চাঁদ। কিন্তু আসলেই কি আমাদের পৃথিবীর চাঁদ একটি। পৃথিবীর সহ কক্ষপথে দুটি অ্যাস্ট্রয়েড বা গ্রহানু পৃথিবীকে কেন্দ্র করে ঘুরছে। তারা কখনো পৃথিবীর খুব কাছে আসে এবং কখনো অনেক দূরে চলে যায়। এরা আকারে অনেক ছোট হওয়ার কারণে আমরা এদেরকে খালি চোখে দেখতে পাই না। এ দুটি গ্রহন ও আমাদের পৃথিবীর প্রাকৃতিক উপগ্রহ না হলেও এদেরকে যাদের ছোট ভাই বলা যায়।
আরো দেখুনঃ
- চার্লি চ্যাপলিন সম্পর্কে অজানা তথ্য, মৃত দেহ চুরি হয়ে যায় কবরস্থান থেকে
- দক্ষিণ কোরিয়া সম্পর্কে অজানা তথ্য এর বিস্তারিত
- গাধা সম্পর্কে অজানা তথ্য, ৬০ মাইল দূরেও যোগাযোগ করতে পারে
- দুবাই সম্পর্কে অজানা তথ্য -অর্ধেক নাগরিকই ভারতীয়
- ঘোড়া সম্পর্কে বিস্ময়কর ও অজানা তথ্য
- মাছি সম্পর্কে অজানা তথ্য
- সূর্য সম্পর্কে অজানা তথ্য
- বঙ্গবন্ধু সম্পর্কে অজানা তথ্য -বিস্তারিত ইতিহাস
- মাকড়সা সম্পর্কে অজানা তথ্য