Fact About Hyenas

হায়েনা সম্পর্কে অজানা তথ্য

হিংস্র প্রাণী হায়না সম্পর্কে অবিশ্বাস্য কিছু তথ্য। আফ্রিকান মাংসাশী প্রজাতি প্রাণীদের মধ্যে সবচেয়ে বেশি পরিচিত মুখ। এরা আফ্রিকার উত্তর থেকে দক্ষিণ অর্থাৎ সম্পূর্ণ আফ্রিকায় এদের প্রভাব বিস্তার করছে। এছাড়া শুল্ক মরুভূমি এবং সাহারা অঞ্চলে এদের দেখতে পাওয়া যায়। পৃথিবীতে শক্তিশালী হিংস্র প্রাণীদের মধ্যে এরা শীর্ষে অবস্থান করে। দৈহিক আকৃতিতে এরা অনেক বৃহৎ আকারের। এদের মাথা যথেষ্ট বড়। এবং চোয়াল। খুব শক্তিশালী প্রকৃতির।- Fact About Hyenas

সাধারণত প্রাণীদের চারপাশ সমান আকৃতির হয়ে থাকে কিন্তু হায়েনার সামনের দুই পা পিছনের দুই পায়ের চেয়ে সামান্য লম্বা প্রকৃতির। এ কারণে দৌড়ানোর সময় এরা দীর্ঘ লাফ দিতে সক্ষম। এভাবে এরা অল্প সময়ে বেশি দূরত্ব অতিক্রম করে। হায়না কে আমরা বিভিন্ন ক্যারেক্টার এর কার্টুন এর মধ্য ফানি ক্যারেক্টারে বেশি দেখে থাকি। এরা বিভিন্ন কার্টুন এ হাস্যকর কিম্বা হিংস্র যে হিসেবেই থাকুক না কেন এদের বাস্তব চরিত্রের এবং বৈশিষ্ট্যের সাথে সম্পন্ন মিল রয়েছে। হায়না দেখতে অনেকটা কুকুরের মত হলেও এদের সম্পূর্ণ বৈশিষ্ট্য কুকুরদের থেকে আলাদা।

আমাদের দেশে বিভিন্ন ধরনের কুকুর দেখে থাকলেও খায় না দেখতে প্রকৃত অর্থে বিদেশি উন্নত জাতের কুকুরদের মত দেখায়। জীববৈচিত্রের দিক থেকে এর া বিড়াল সাইবেট ইত্যাদি প্রাণীর সাথে সম্পৃক্ত। কিছু কিছু হাই না প্রজাতি হাসতে ভালবাসে এবং বিভিন্ন ধরনের সাউন্ড করতে পারে। যা অনেক ক্ষেত্রেই মানুষের জন্য ভয়ের কারণ হয়। বিশেষ করে জঙ্গলে। মাঝরাতেও এসব আওয়াজ মানুষের গায়ে কাটা দেয়। ডোরাকাটা হায়না অত্যন্ত নীরবে চলাফেরা করে। এবং কেকলিন বা প্যাক প্যাক শব্দ করে। ধীরে ধীরে এসব আওয়াজ করতে থাকলেও হয় না বড় হলে একসময় বিশাল আকারের গর্জনে পরিণত হয়। ভয় পেলে এদের লেজের দিকের লোমগুলো খাড়া হয়।

যা সম্পূর্ণ শরীরের লোমের সাইজের চাইতে দ্বিগুণ প্রকৃতির। বিপদে পড়লে এদের দুই ধরনের প্রবণতা কাজ করে। শিকারীকে ভয় দেখিয়ে তাড়িয়ে দিতে চায় অথবা নিজেরাই কত দ্রুত পালাতে পারে এই প্রবণতা বিপদে পড়লে সর্বদাই কাজ করে। বেশিরভাগ হায়না আফ্রিকার বিভিন্ন অঞ্চলে বসবাস করে। এদের মধ্যে সকল ধরনের বৈশিষ্ট্য সব সময় এক রকম হয় না।

আরো দেখুনঃ 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top