Virat Kohli

বিরাট কোহলি কত টাকার মালিক

ভারতীয় আন্তর্জাতিক ক্রিকেট খেলোয়াড় বিরাট কোহলি। আসল নামঃ বিরাট কোহলি,ডাকনামঃচিকু ও রান মেশিন পেশা ভারতীয় ক্রিকেটার জন্ম তারিখঃ৫ই নভেম্বর ১৯৮৮ সাল। বয়স ২০২৩ হিসাবে ৩৫ বছর। জন্মস্থানঃদিল্লি, ভারত বর্তমান ঠিকানাঃমুম্বাই মহারাষ্ট্র ভারত। উচ্চতা ৫ ফুট ৯ ইঞ্চি ওজন ৬৯ কেজি। জাতীয়তা ভারতীয় ধর্ম হিন্দু। বিরাট কোহলি শখের মধ্যে আছে ব্যায়াম করা গান গাওয়া ইত্যাদি।- Virat Kohli Koto Takar Malik

তিনি ব্যাটিং ও বোলিং ডান হাতে করেন। তিনি মাঝারি সারির ডানহাতি ব্যাটসম্যানরূপে পরিচিত। তবে, মাঝে-মধ্যে উদ্বোধনী ব্যাটসম্যান হিসেবেও ব্যাটিংয়ে নেমে থাকেন তিনি। এছাড়াও, ডানহাতে মিডিয়াম পেস বোলিং করে থাকেন। তিনি মালয়েশিয়াতে অনুষ্ঠিত ২০০৮ সালের আইসিসি অনূর্ধ্ব-১৯ ক্রিকেট বিশ্বকাপের শিরোপা বিজয়ী ভারতীয় দলের অধিনায়ক ছিলেন। এবং এর কয়েক মাস পর ১৯ বছর বয়সে শ্রীলঙ্কার বিপক্ষে ভারতের হয়ে ওয়ানডেতে অভিষেক হয়েছিল তার।

Virat Kohli Koto Takar Malik

বিরাট কোহলির শিক্ষাজীবন,স্কুল বিশাল ভারতীয় পাবলিক স্কুল দিল্লি এবং সেভিয়ার কনভেন্ট সিনিয়র মাধ্যমিক বিদ্যালয় পশ্চিম বিহার, দিল্লী। বিরাট কোহলি শিক্ষাগত যোগ্যতা দ্বাদশ শ্রেণী পর্যন্ত লেখাপড়া করেছেন। আন্তর্জাতিক প্রকাশ, ওয়ানডে ১৮ আগস্ট ২০০৮ সালে শ্রীলংকার বিপক্ষে টি(-২০) ১২ই জুন ২০১০ সালে জিম্বাবুয়ের বিপক্ষে টেস্টে ২০ জুন ২০১১ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে।

গত ১০ থেকে ১২ বছরে সবচাইতে ধারাবাহিক ক্রিকেটার হলেন বিরাট কোহলি। যিনি একের পর এক সেঞ্চুরি তুলে নিচ্ছেন নিজের ব্যাটে। এখন পর্যন্ত আন্তর্জাতিক ক্রিকেটে মোট 75 টি সেঞ্চুরি মালিক বনে গেছেন তিনি। এদিকে ব্যাট হাতে যেমন রেকর্ড এরপর রেকর্ড গড়ে যাচ্ছেন বিরাট কোহলি পাশাপাশি তার ইনকাম ও দিন দিন বেড়েই চলেছে। বিরাট এর সাথে ইনকাম এর দিক থেকে পাল্লা দেওয়ার মতো বর্তমানে কোন ক্রিকেটার নেই। ৩৪ বছর বয়সী এই ক্রিকেটার কে ভারতীয় ক্রিকেট বোর্ড প্রতি বছর ৭ কোটি টাকার ওপর বেতন দিয়ে থাকেন। এছাড়া বিসিসিআই তাকে একটি টেস্ট খেলার জন্য 15 লক্ষ টাকা ওডিআই ম্যাচ খেলার জন্য ৬ লক্ষ টাকা এবং একটি টি-টোয়েন্টি ম্যাচ খেলার জন্য ৩ লক্ষ টাকা করে দিয়ে থাকে।

বিরাট কোহলির বেশ কয়েকজন গার্লফ্রেন্ড রয়েছে তার মধ্যে ১ম গার্লফ্রেন্ড সারা- জেন ডায়াস(অভিনেত্রী)। ২য় গার্লফ্রেন্ড সানজানা (মডেল ও অভিনেত্রী)। ৩য় গার্লফ্রেন্ড তামান্না ভাটিয়া (অভিনেত্রী)। ৪থ গার্লফ্রেন্ড ইজাবেল লেইট (ব্রাজিলিয়ান মডেল)। পঞ্চম গার্লফ্রেন্ড মনশা বাহল (অভিনেত্রী)। ৬ঠ গার্লফ্রেন্ড অনুষ্কা শর্মা অভিনেত্রী)। বিরাট কোহলির পরিবারে তার পিতা প্রেম কহেলে (আইনজীবী),প্লিজ ২০০৬ সালে মৃত্যুবরণ করেন। মা সরজ কোহলি (হোমমেকার)। তার একটি বড় ভাই এবং একটি বড় বোন আছে। ভাই বিকাশ কহিলে এবং বোন পাবনা কোহেলি।

ভারতীয় দলের হয়ে খেলার পাশাপাশি বিরাট কোহলি আইপিএলে রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু এর জার্সিতে মাঠে নেমে থাকে। আইপিএলের জন্য তিনি তার টিম থেকে ১৫ কোটি টাকা নিয়ে থাকেন প্রতি আসরের জন্য। শুধু ক্রিকেটার হিসেবেই নয় বিরাট বিভিন্ন ব্র্যান্ড এর মালিকানা থেকেও ইনকাম করে থাকেন। এছাড়াও বিরাট কোহলি হলেন বিজ্ঞাপন জগতের পরিচিত মুখ। তিনি বর্তমানে ১৮ টিরও বেশি ব্র্যান্ডের সাথে যুক্ত রয়েছেন। যেখানে প্রতিটি বিজ্ঞাপনের জন্য বিরাট কোহলি বার্ষিকভাবে ৮ থেকে ১০ কোটি টাকা করে পেয়ে থাকেন।

বিরাট কোহলি কত টাকার মালিক

পেশা ক্রিকেটার
মোট সম্পদ১২৭ মিলিয়ন ডলার বা
১,৩৪১ কোটি টাকা
মাসিক বেতন দেড় কোটি টাকা
বাৎসরিক আয় ২০ কোটি টাকা
বয়স ৩৪ বছর
জন্মস্থান দিল্লি, ইন্ডিয়া

বিরাট কোহলির স্ত্রী অনুষ্কা শর্মা ২০১৭সালে তাদের বিবাহ কাজ সম্পন্ন হয়। তার ইনকাম সম্পর্কে বলতে গেলে বিরাট কোহলি অতুলনীয়, কারণ তিনি আইপিএল খেলার জন্য রয়েল চ্যালেঞ্জার বেঙ্গালুর এর কাছ থেকে ১৬ কোটি রুপি বেতন নিয়ে থাকেন। বর্তমানে তার প্রতি বছরের আয় ১২১ কোটি রুপি। মোট সম্পত্তির পরিমাণ ৩৮২ কোটি রুপি। একদিনের বিজ্ঞাপনের জন্য বিরাট কোহলি পায় ৫ কোটি রুপি নিয়ে থাকেন। বিরাট কোহলি অনেকগুলো বাড়ি রয়েছে। এবং বিরাট কোহলির অনেকগুলো গাড়ি রয়েছে যার বর্তমান মূল্য প্রায় ২০০ কোটি রুপির উপরে।

২০১৩ সাল থেকে বলিউডের অভিনেত্রী অনুষ্কা শর্মার সাথে প্রেমের সম্পর্কে জড়ান।তাদের সম্পর্ক নিয়ে গণমাধ্যমে বেশ গুঞ্জন শোনা যেত। তারা ২০১১ সালে ১১ই ডিসেম্বর ইতালিতে একটি বিবাহ বন্ধনে আবদ্ধ হয়। ২০১৮ সালে টাইম ম্যাগাজিন কোহলিকে বিশ্বের অন্যতম ১০০ জনের মধ্যে ১জন আখ্যা দিয়েছিলেন। বর্তমানে, ভারতের,আন্তর্জাতিক ক্রিকেটের সকল স্তরে মহেন্দ্র সিং ধোনির পরিবর্তে বিরাট কোহলি অধিনায়কের দায়িত্ব পালন করেছে। তিনি বর্তমানে বিশ্বের অন্যতম সেরা ব্যাটসম্যান হিসেবে বিবেচিত।

আরো দেখুনঃ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top