ডাক যোগে চিঠি পাঠানোর নিয়ম। চিঠি হচ্ছে এক দরনের বার্তা যা আমরা আমদের মনের ভাব প্রকাশ করি । বই এর বাসায় বলতে গেলে কোন বিশেষ উদ্দেশ্যে মানব মনের কোন ভাব ,সংবাদ ,তথ্য, আবেদন ইত্যাদি আপরের কাছে লিখিতভাবে জানানো হলে তাকে সাদারন ভাবে পত্র বা চিঠি বলে । আমাদের আজকের পোস্টি শুদু মাত্র তাদের জন্য যারা চিঠি পাঠানো এবং এর নিয়ম কানুন জনাতে চান তাদের জন্য আমাদের আজকের পোস্ট । dak joge cithi patahanor niome
Table of Contents
চিঠির শ্রেণীভাগ
চিঠি হচ্ছে মনের ভাব প্রকাশ করার অন্য একটি মাধ্যম যা দিয়ে খুব সহজেই নিজের মনের ভাব প্রকাশ করা যায়। চিঠি আমরা মনের ভাব প্রকাশ করা ছারাউ আরও অনেক কাজে ব্যাবহার করা হয়। আমন্ত্রন , ব্যাবসা , শোক জানাতে ইত্যাদি নানা রকম কাজে চিঠির ব্যাবহার রয়েছে যা আমাদের প্রয়িনিয়তই কাজে আসছে । আমাদের এই পোস্টে আপনারা চিঠি কত প্রকার অ কি কি এই বিষয় সম্পর্কে আপনারা জানতে পারবেন আশা করি সাথেই থাকবেন ।
চিঠি সাদারন্ত ২ প্রকার যথাঃ ১ ব্যাক্তিগত ২ ব্যাবহারিক
১। ব্যাক্তিগতঃব্যাক্তিগত বলতে নিজের আত্মীয় সজন পরিবারের সদস্যের কাছে যে চিঠি পাঠানো হই তাই ব্যাক্তিগত চিঠি ।
২। ব্যাবহারিকঃব্যাবহারিক হচ্ছে আবেদন ,ব্যাবসা, বাণিজ্য, শোক প্রকাশ, নিমন্ত্রন ইত্যাদি হচ্ছে ব্যাক্তিগত চিঠি ।
রেজিস্টার চিঠি কি
রেজিস্টার চিঠি হচ্ছে চিঠি পাঠানোর আগে ডাগ বিভাগে এপ্রকার রেজিস্টার করতে হয় । এর কারন হচ্ছে কোন চিঠি কথা থেকে পাঠাল এবং চিঠি টা কথায় যাবে ঠিকানা ঠিক রাখার জন্য সাদারন্ত এই রেজিস্টার করা হয় । চিঠিটি রেজিস্টার করা না থাকলে চিঠি খুজে পাওয়া যাবে না । তাই চিঠি অবশ্যই রেজিস্টার করে আমরা আমাদের ডাগ বিভাগে জমা দিতে হবে । চিঠি রেজিস্টার করতে আলাদা খরচ অ করতে হয় ।
কুরিয়ারে চিঠি পাঠানোর নিয়ম
সব কিছু কোন না কোন নিয়ম এর মধ্য চলে ঠিক তেমনি চিঠি আপনি কি ভাবে পাঠাবেন তারও একটি নিয়ম কানুন আছে । আমদের আজকের পোস্টে আপনারা জানতে পারবেন কি ভাবে একটি চিঠি আপনি কুরিয়ারে পাঠাবেন । ধরুন আপনি একটি কুরিয়ারে চিঠি পাঠাবেন আপনি যে চিঠি পাঠাবেন কুরিয়ার থেকে আপনি ঐমাপের একটি পলি ব্যাগ নিবেন । আপনার পারসেল এর ওজন অনুযায়ি আপনি ব্যাগটি নেওয়ার পর এরপর পলিব্যাগে প্রেরকের জায়গায় আপনার নাম, ঠিকানা, মোবাইল নাম্বার এবং প্রাপকের জায়গায় যারা কাছে পাঠাতে চান তার নাম, ঠিকানা, মোবাইল নাম্বার উল্লেখ করতে হবে।
চিঠি পাঠানোর সঠিক নিয়ম
মনে করেন আপনি এর আগে কখনো কাউকে চিঠি পাঠানই ।কি করে চিঠি পাঠাবেন জানেন না শুধু মাত্র তাদের জন্য আমদের আজকের পোস্ট ।চিঠি পাঠাতে হলে ভালো একটি খাম নিবেন।কাম নিয়ে খামের উপরে প্রেরক-প্রাপকের ঠিকানা লিখে সিল করে পোস্ট অফিসে যাবেন। সেখান থেকে একটি ডাকটিকেট সংগ্রহ করবেন এর পর খাম এর গায়ে ডাকটিকিটটি লাগিয়ে পোস্ট অফিসে জমা দিলেই হয়ে গেল ।
ডাক সেবা
ডাক বিভাগ থেকে আমরা যেসব সহযোগিতা আমরা পেয়ে থাকি টা হইত আমরা অনেকেই তা জানি না । আমাদের এই পর্বে আমরা জানবো একটি ডাক বিভাগ আমাদের কি কি সেবা প্রদান করে থাকে । ডা বিভাগের সেবা আমদের দেশ এবং জাতির জন্য মঙ্গলময়ী। যা আমাদের ছলার পথে অনেক সাহায্য আমদের করে থাকবে । ডাক বিভাগের সেবা গুল নিচে টেবিল আকারে প্রকাশ করা হল আসা করি আপনাদের ভালো লাগবে ।
ক্রমিক নং | সেবার নাম | সেবা প্রদানের পদ্ধতি |
১ | সাধারণ চিঠি পোস্টিং (দেশী ও বিদেশী)
| পোস্ট অফিসের টিকিট কাউন্টার থেকে প্রয়োজনীয় টিকিট লাগিয়ে ডাক বাক্সে ছাড়তে হয়। |
২
| সাধারণ চিঠি বিলি (দেশী ও বিদেশী)
| বিলিকারী পোস্টম্যানের মাধ্যমে প্রাপকের ঠিকানায় বিলি করা হয়। |
৩
| রেজিষ্টার্ড চিঠি পোস্টিং (দেশী ও বিদেশী )
| পোস্ট অফিসের টিকিট কাউন্টার থেকে প্রয়োজনীয় টিকিট লাগিয়ে রেজিঃ ইস্যু কাউন্টারে রশিদের মাধ্যমে পোস্ট করতে হয়। |
৪
| রেজিঃ চিঠি বিলি (দেশী ও বিদেশী)
| বিলিকারী পোস্টম্যানের মাধ্যমে প্রাপকের ঠিকানায় প্রাপকের স্বাক্ষর সহকারে বিলি করা হয়। |
৫
| রেজিষ্টার্ড পার্সেল পোস্টিং (দেশী ও বিদেশী )
| পোস্ট অফিসের টিকিট কাউন্টার থেকে প্রয়োজনীয় টিকিট লাগিয়ে পার্সেল ইস্যু কাউন্টারে রশিদের মাধ্যমে পোস্ট করতে হয়। |
৬ | রেজিষ্টার্ড পার্সেল বিলি (দেশী ও বিদেশী ) | বিলিকারী পোস্টম্যানের মাধ্যমে প্রাপকের ঠিকানায় প্রাপকের স্বাক্ষর সহকারে বিলি করা হয়। |
৭
| পোস্টাল ক্যাশ র্কার্ড | পোস্টাল ক্যাশ কার্ড ইস্যু/ক্রয়ের জন্য ডাকঘরে এসে পিসিসি–১ ফরম (আবেদনপত্র) পূরণ করে এর সাথে ৩কপি পাসপোর্ট সাইজের ছবি ও যে কোন পরিচয় পত্রের ফটোকপি সহ ৪৫/-টাকা জমা দিলে সাথে সাথে ক্যশ কার্ড ইস্যু করা হয়। উহা ইস্যূ করার সাথে সাথেই সক্রিয় হয় এবং লেন দেন করা যায়। প্রতিটি লেন দেনের জন্য সার্ভিস চার্জ ৫/-টাকা প্রযোজ্য। বর্তমানে এই সার্ভিসটি সকল জেলা/উপজেলা ডাকঘর ও সাব/উপ–ডাকঘরে চালু আছে এবং আগামীতে দেশের সকল ডাকঘরে চালু করার পরিকল্পনা আছে। |
৮ | জি ই পি ও ইএমএস বুকিং
| দেশের ভিতরে দ্রুত চিঠি পৌঁছানোর জন্য জিইপি এবং দেশের বাহিরে চিঠি ও পার্সেল দ্রুত পৌঁছানোর জন্য ইএমএস সার্ভিস চালু আছে। পোস্ট অফিসের টিকিট কাউন্টার থেকে প্রয়োজনীয় টিকিট লাগিয়ে জিইপি ও ইএমএস কাউন্টারে রশিদের মাধ্যমে পোস্ট করতে হয়। |
৯
| জি ই পি ও ইএমএস বিলি | বিলিকারী পোস্টম্যানের মাধ্যমে প্রাপকের ঠিকানায় প্রাপকের স্বাক্ষর সহকারে বিলি করা হয়। |
১০ | সাধারণ মানি অর্ডার ইস্যূ | এমও ৮ফরম পূরণ করে মানি অর্ডার ইস্যু কাউন্টারে প্রয়োজনীয় কমিশনসহ রশিদের মাধ্যমে জমা দিয়া সাধারণ মানি অর্ডার পাঠাতে হয়।প্রথম ১০০ টাকার জন্য ৩ টাকাএবং পরবর্তী প্রতি ১০০ টাকার জন্য ২ টাকা হারে কমিশণ দিতে হয়। |
১১ | সাধারণ মানি অর্ডার বিলি | বিলিকারীপোস্টম্যানের মাধ্যমে প্রাপকের ঠিকানায় প্রাপকের স্বাক্ষর সহকারে বিলিকরাহয়। প্রাপক অপরিচিত হলে সে ক্ষেত্রে পরিচয়কারী এবং স্বাক্ষীর স্বাক্ষরনিতে হয়। |
১২
| ইলেক্ট্রনিক্স মানি ট্রান্সফার সার্ভিস (ইএমটিএস)
| দেশের অভ্যন্তরে যে কোন এলাকার এক ডাকঘর থেকে অন্য ডাকঘরে মাত্র এক মিনিটে টাকা পৌঁছানো যায়। এর জন্য ইএমও–১ ফরমপূরণ করে কমিশণ সহ কাউন্টারে টাকা প্রদান করার পর কাউন্টার অপারেটর তথ্য প্রযুক্তির মাধ্যমে ডাটা আপলোড করার সাথে সাথে প্রেরকের মোবাইলে এসএমএস এর মাধ্যমে একটি গোপন পিন নম্বর দেওয়া হয়। প্রেরক প্রাপকের নিকট উক্ত পিন নম্বর পাঠালে প্রাপক ঐ নম্বর দিয়ে যে কোন ডাকঘর থেকে ইএমও–২ ফরম পূরণ করে টাকা উঠাতে পারবেন |
শেষ কথাঃ
বাংলাদেশ ডাকবিভাগের মাধ্যমে দেশে ও বিদেশে (১৮১টি দেশ) খুব সহজে ও সল্প খরচে চিঠিপত্র, মূল্যবান কাগজপত্র, পণ্য ও টাকা পাঠানোর ব্যবস্থা আছে। যা আমদের প্রতিনিয়ত সেবা প্রদান করে যাচ্ছে । প্রিও পাঠক আমাদের আজকের পোস্ট আপনাদের ক্যামন লাগলো আসা করি ভালো লেগেছে । ভালো লাগলে কমেন্ট বক্সে তা জানিয়ে যাবেন । আরও অন্য বিষয়ে যানতে আমদের কমেন্ট বক্সেতা যানিয়ে যাবেন আসা করি আপনাদের সঠিক তথ্য দেওয়ার জন্য আমরা চেষ্টা করব ধন্যবাদ ।
আরো দেখুনঃ
- বাংলাদেশ থেকে চীনে ডাক যোগে চিঠি পাঠানোর নিয়ম
- ভালোবাসার স্ট্যাটাস, উক্তি, ছন্দ
- উচিত কথা স্ট্যাটাস, উক্তি, ছন্দ, বাণী এবং ক্যাপশন
- জুম্মা মোবারক স্ট্যাটাস, উক্তি, ছন্দ, বাণী, এসএমএস এবং ক্যাপশন
- শীত নিয়ে স্ট্যাটাস, উক্তি, ছন্দ কবিতা এবং ক্যাপশন
- জার্মানি সম্পর্কে অজানা ও মজার কিছু তথ্য
- মাছি সম্পর্কে অজানা তথ্য সূর্য সম্পর্কে অজানা তথ্য
বাংলাদেশ থেকে চীনে চিঠি পাঠানো যাবে ডাকের মাধ্যমে?
হ্যা, বাংলাদেশ থেকে চীনে চিঠি পাঠানো যাবে ডাকের মাধ্যমে। বাংলাদেশ ডাক বিভাগ চীনের সকল প্রদেশের জন্য চিঠি পাঠানোর সুবিধা প্রদান করে। চিঠির ওজন ও আকার অনুযায়ী চিঠির জন্য ডাক টিকিট ক্রয় করতে হবে। চিঠির উপরে গন্তব্য ঠিকানা এবং প্রেরকের ঠিকানা সুস্পষ্টভাবে লেখা থাকতে হবে। বিস্তারিত জানতে এখানে দেখুন, বাংলাদেশ থেকে চীনে ডাক যোগে চিঠি পাঠানোর নিয়ম