clean water bottles

পানির বোতল পরিষ্কার করার উপায়। আয়রনের দাগ দূর করুন এখনি

আপনার প্রিয় পানির বোতল টি হোক প্লাস্টিক, স্টীল কিংবা কাচের। আজকে নিয়ে এসেছি অসাধারণ একটি ট্রিক্স এই বোতল পরিষ্কার করার।

আমাদের আজকের বিষয় টি হচ্ছে বোতল পরিষ্কার করার উপায়। বাসা বাড়িতে কিংবা অনেক জায়গায় আমরা বোতলে পানি রেখে পান করে থাকি।

ব্যবহার করতে করতে পছন্দের বোতলে এক সময় আয়রণ এর স্তর পড়ে নষ্ট হয়ে যায়। নিশ্চই নষ্ট বোতলে পানি খেতে আমাদের কারোই ভালো লাগবে না।-clean water bottles

আয়রনের দাগ দূর করার উপায়

তাই নিয়ে এসেছি অসাধারণ একটি ফর্মুলা। সম্পূর্ণ নিজেদের বুদ্ধি তে আমরা একটি পন্থা অবলম্বন করেছি বোতল পরিষ্কার করার।

আপনার কাচের বোতল অথবা প্লাস্টিকের বোতল যে কোনো ধরনের বোতল পরিষ্কার করুন এই বুদ্ধি খাটিয়ে।

সম্পূর্ন ঘরোয়া উপায়ে একদম পরিশ্রম ছাড়া বোতল পরিষ্কার করার উপায় দেখুন আজকে। আমাদের আজকের পদ্ধতিতে আপনার একদম কষ্ট করতে হবে না।

বিনা পরিশ্রমে পরিষ্কার করুন আপনার পানির বোতল। এই পদ্ধতি তে আমরা নিজেরা চেস্টা করেছি এবং ভালো ফলাফল পেয়েছি। এর আগে এই ট্রিক্স কোথাও দেখার কথা না ।

বোতল পরিষ্কার করার সহজ উপায়

পানির পাত্র থেকে আয়রনের দাগ দূর করতে নিম্নলিখিত পন্থা গুলো ফলো করুন। আমরা প্রায় সবাই কম বেশি পানির বোতলে আয়রনের দাগ নিয়ে অসন্তুষ্ট।

তাই আর দেরি না করে আজই এই সিস্টেম কাজে লাগিয়ে যে কোনো পানির বোতল অথবা দুধ এর বোতল পরিষ্কার করে ফেলুন। তাহলে চলুন দেখে নেয়া যাক আয়রনের দাগ দূর করার পদ্ধতি।

  • পানির বোতল বোঝাই করে পানি নিন।
  • একটি ওরস্যালাইন সম্পূর্ণ পানি তে ঢেলে দিন।
  • বোতল টি ভালোভাবে নাড়িয়ে রেখে দিন ৩ দিন এর জন্য।
  • মাঝখানে একদিন একটু ঝাকুনি দিয়ে আবার রেখে দিন।
  • এভাবে আপনি ২য় দিন থেকেই ফলাফল লক্ষ করতে পারবেন।

এভাবে ৩য় দিনেই আশা করি যে কোনো অপরিষ্কার বোতল পরিষ্কার হয়ে যাবে।

  • আপনি যদি আরো ভালো ফলাফল পেতে চান তাহলে
  • ৩ দিন পর পানি ফেলে দিয়ে নতুন করে পানি ভরুন এবং
  • কিছু কফি এর গুড়া দিয়ে ঝাকিয়ে আবার রেখে দিন ১ দিন।
  • তাহলে আপনার বোতল টি সম্পূর্ন পরিষ্কার হয়ে যাবে আশা করি।

ব্যবহার করার আগে একটু সাবানের গুড়া দিয়ে বোতল টি ভালোভাবে ধুয়ে তারপর ব্যবহার করুন।

এভাবে আশা করি আপনার বোতল টি সম্পূর্ন ভাবে পরিষ্কার হয়ে যাবে। পদ্ধতি টি আমাদের পরিক্ষিত এবং কার্যকর। আশা করি আপনাদের ও কাজে লাগবে।

এইভাবে যদি আপনার বোতল টি আসলেই পরিষ্কার হয় তাহলে অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন। আমরা আপনাদের মতামত থেকে অনুপ্রাণিত হয়ে এরকম আরো ট্রিক্স শেয়ার করায় অনুপ্রাণিত হই।

টপ ফ্যাক্ট ওয়েবসাইট এ আপনি এরকম হাজারো পরামর্শ এবং ব্যাক্ট দেখতে পারবেন। পোস্ট টি ভালো লেগে থাকলে সবার সাথে শেয়ার করতে ভূলবেন না। সময় নিয়ে পোস্ট টি পড়ার জন্য ধন্যবাদ।

আরো দেখুনঃ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top