How long can the medicine be taken after opening

ঔষধ খোলার পর কতদিন ব্যবহার করা যায়

ঔষধ আমাদের দৈনন্দিন জীবনের একটু অবচ্ছেদ্য অংশ। অসুস্থতা আমাদের চলার সঙ্গী। তাই ঔষধ ছাড়া জীবন যেনো কল্পনাও করা যায় না। আজকের উপস্থাপনায় আপনাদের জন্য রয়েছে এই ঔষধ সম্পর্কিত কিছু সর্বাধিক জিজ্ঞাসাকৃত প্রশ্নের উত্তর। আমরা বিভিন্ন সমস্যার জন্য বিভিন্ন ঔষধ ব্যবহার করে থাকি। সব ধরণের ঔষধ এরই কিছু মেয়াদ রয়েছে। এর সাথে রয়েছে নির্দিষ্ট কিছু নিয়ম কানুন। যেমন সিরাপ এর মায়াদ থাকা সত্বেও কখন আর খাওয়া যাবে না সেসব আমাদের জানা থাকা অত্যান্ত জরুরি। তাই কোন ধরণের ঔষধ খোলার পর কতদিন পর্যন্ত ব্যবহার করা যাবে সেওব দেখে আমাদের আজকের পোস্ট থেকে।-How long can the medicine be taken after opening? 

সিরাপ খোলার কতদিন পর্যন্ত খাওয়া যায় সেই সব তথ্য আমাদের এখানে তুলে ধরা হয়েছে। সাধারণত একটি মেডিসিন খোলার পর থেকে নির্দিষ্ট একটি সময় পর্যন্ত সেটি ব্যবহার করা যাবে বা খাওয়া যাবে। তার বাইরে আপনাকে অবশ্যই খেয়ার রাখতে হবে যে ঔষধ টির বাহ্যিক কোনো পরিবর্তন হয়েছে কিনা। মেয়াদ থাকা কালীন সময়েই অনেক ঔষধ খোলার নির্দিষ্ট সময় পর আর খাওয়া যায় না। এর আগে যদি ঔষধ এর রঙ পরিবর্তন বা গন্ধ পরিবর্তন হয় তাহলেও সেটি আর ব্যবহার করা যাবে না। তাহলে চলুন এ বিষয়ে বিস্তারিত দেখে নেয়া যাক।

চোখের ড্রপ খোলার কত দিন পর্যন্ত ব্যবহার করা যায়

আপনি যদি চোখের সমস্যার জন্য ড্রপ কিনে থাকেন তাহলে অবশ্যই সেটি নির্দিষ্ট মেয়াদ এর আগ পর্যন্ত ব্যবহার করুন। চোখের ড্রপ বলতে যে কোনো ড্রপ ২৮ দিন পর্যন্ত ব্যবহার করা যায়। এই দিন গুলোর মধ্যে আপনি যে কোন একটি দিন চোখের ড্রপ ব্যবহার করতে পারে। তবে চোখের ড্রপ খোলার পর মেয়াদ সীমা হচ্ছে ২৮ দিন।

নাকের ড্রপ কতদিন ব্যবহার করা যায়

নাকের ড্রপ সর্বোচ্চ ১ মাস পর্যন্ত আপনি ব্যবহার করতে পারবেন। তবে এক্ষেত্রে অবশ্যই প্যাকেট এর গায়ে কোনো দিকনর্দেশনা দেয়া থাকলে সেটি ফলো করুন। বেশিরভাগ ক্ষেত্রেই নাকের ড্রপ এর গায়ে লিখা থাকে না যে খোলার পর কতদিন ব্যবহার করা যাবে। সেইসব ক্ষেত্রেই কেবল আপনি আনুমানিক ১ মাস এটি ব্যবহার করতে পারবেন।

আরো দেখুনঃ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top