বাংলাদেশের রপ্তানি পণ্য তালিকা

বাংলাদেশের রপ্তানি পণ্য তালিকা

বাংলাদেশের রপ্তানি খাতের কথা উঠলেই প্রথমেই মনে আসবে পোষাক রপ্তানির কথা। বাংলাদেশের তৈরি পোশাক শিল্প বর্তমানে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম পোশাক রপ্তানিকারক। ২০২১-২২ অর্থবছরে বাংলাদেশ থেকে তৈরি পোশাক রপ্তানির পরিমাণ ৪২.৬১৩ বিলিয়ন ডলার, যা বাংলাদেশের মোট রপ্তানির ৮১.৮১ ভাগ।- List of export products of Bangladesh

বাংলাদেশের পোশাক রপ্তানির প্রধান লক্ষ্যবাজার হল মার্কিন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, জাপান, ফ্রান্স, কানাডা, জার্মানি, ইতালি এবং নেদারল্যান্ডস। ২০২১-২২ অর্থবছরে এই দেশগুলিতে বাংলাদেশের তৈরি পোশাক রপ্তানির পরিমাণ ছিল যথাক্রমে ১৭.১৬৬ বিলিয়ন ডলার, ৪.২৬৪ বিলিয়ন ডলার, ২.৯২৫ বিলিয়ন ডলার, ২.৮২৬ বিলিয়ন ডলার, ১.৯৪১ বিলিয়ন ডলার, ১.৭৪৯ বিলিয়ন ডলার, ১.৬১৪ বিলিয়ন ডলার এবং ১.৫৪৬ বিলিয়ন ডলার।

আমাদের আজকের পোস্টে তুলে ধরা হয়েছে বাংলাদেশের প্রধান রপ্তানির পণ্যের তালিকা। শুধুমাত্র পোষাকই নয়, বাংলাদেশের আরো বেশ কিছু পণ্য রয়েছে যেগুলো প্রতি বছর বিলিয়ন ডলার অর্থনৈতিক সাহাজ্য করে চলেছে। তাহলে চলুন দেখে নেয়া যাক এসব পণ্যের তালিকা।

বাংলাদেশের রপ্তানি পণ্য তালিকা

  • টেক্সটাইল ও পোশাক: শার্ট, প্যান্ট, স্যুট, স্কারফ, টুপি, জুতা, ইত্যাদি।
  • হোম টেক্সটাইল: বিছানার চাদর, তোয়ালে, গালিচা, পর্দা, ইত্যাদি।
  • কৃষিজাত পণ্য: পাট, চা, চামড়া, মাছ, শাকসবজি, ফলমূল, ইত্যাদি।
  • শিল্পপণ্য: বৈদ্যুতিক যন্ত্রপাতি, রাসায়নিক, ওষুধ, ইত্যাদি।

২০২২-২৩ অর্থবছরে ৫ হাজার ৫৫৬ কোটি ডলারের পণ্য রপ্তানি হয়েছে। তার মধ্যে ৮৪ দশমিক ৫৭ শতাংশ অথবা ৪ হাজার ৬৯৯ কোটি ডলার এসেছে তৈরি পোশাক খাত থেকে। সামগ্রিকভাবে পণ্য রপ্তানিতে প্রবৃদ্ধি হয়েছে ৬ দশমিক ৬৭ শতাংশ।

  • অধিকমুল্য সংযোজিত তৈরি পোশাক, ডেনিম এবং এক্সেসরিস 
  •  সফটওয়্যার ও আইটি এনাবল সার্ভিসেস, আইসিটি পণ্য
  •  ফার্মাসিউটিক্যাল পণ্য
  • প্লাস্টিক পণ্য
  • জুতা( চামড়াজাত, অচামড়াজাত ও সিনথেটিক) এবং চামড়াজাত পণ্য
  •  পাটজাত পণ্য
  • এগ্রো – প্রোডাক্ট, এগ্রোপ্রোডাক্টস পণ্য
  • জাহাজ ও সমুদ্রগামী ফিশিং ট্রলার নির্মাণ
  • ফার্নিচার
  • হোম টেক্সটাইল ও টেরিটাওয়েল
  • হোম ফার্নিশিং
  •  লাগেজ এবং
  • একটিভ ফার্মাসিউটিক্যাল ইনগ্রেডিয়েন্টস্ ( এপিআই) ল্যাবরেটরী বিকারক ( রিয়েজেন্ট)
  • বহুমুখি পাটজাত পণ্য
  • ইলেকট্রিক ও ইলেকট্রনিক পণ্য
  •  সিরামিক পণ্য
  • লাইট ইঞ্জিনিয়ারিং পণ্য ( অটো-পার্টস, বাইসাইকেল, মটর সাইকেল, ব্যাটারী
  •  মুল্য সংযোজিত হিমায়িত মৎস্য
  • পাঁপড়
  • প্রিন্টিং এন্ড প্যাকেজিং
  • কাটিং এন্ড পোশিসকৃত মসৃন হীরা ও জুয়েলারি
  • পেপার ও পেপার প্রোডাক্টস
  • রাবার
  • রেশম সামগ্রী
  •  হস্ত ও কারু পণ্য
  •  লুংগি সহ তাঁত শিল্প জাত পণ্য
  •  নারকেলের ছোবড়া
  • ফটোভলটিক মডিউল ( সোলার এনার্জি)
  • কাজুবাদাম ( কাচা ও প্রক্রিয়াকৃত)
  •  জীবন্ত ও প্রক্রিয়াজাত কাঁকড়া
  •  খেলনা ( Toy)
  • আগর ইত্যাদি

এসব পণ্য সাধারণত বিভিন্ন দেশে রপ্তানি করা হয়। এছাড়া বেশ কিছু পণ্য রয়েছে যেগুলো রপ্তানি নিষিদ্ধ। সেই তালিকা দেখতে চাইলে আমাদের কমেন্ট করে জানাবেন। আমরা চেস্টা করবো আপনাদের মতামতের ভিত্তিতে কাজ করার।

আরো দেখুনঃ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top