সবাইকে স্বাগত জানিয়ে আমাদের আজকের পোস্ট। আমাদের আজকের পোস্টে থাকছে বাংলাদেশের অন্যতম শিল্পপতি বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান জনাব আহমেদ আকবর সোবহান এর সম্পর্কে বিস্তারিত তথ্য এবং তিনি কত টাকার মালিক সে হিসেব। জন্ম ১৫ই ফেব্রুয়ারি ১৯৫২ সাল। তার জন্মস্থান ব্রাহ্মণবাড়িয়া ইসলামপুরে।-Ahmed Akbar Sobhan Koto Takar Malik
তিনি পেশায় একজন বাংলাদেশী ব্যবসায়ী এবং শিল্প উদ্যোক্তা। ২০২০ সালে বসুন্ধরা গ্রুপ এর বার্ষিক আয় 100 কোটি ডলার বা তার বেশি হিসাব এ বসুন্ধরা গ্রুপ এখন বাংলাদেশের শীর্ষ ২৩ টি কোম্পানির মধ্যে একটি। বসুন্ধরা গ্রুপের রয়েছে চারটি গণমাধ্যম এবং এগুলো হচ্ছে কালের কন্ঠ বাংলাদেশ প্রতিদিন ডেইলি সান ও বাংলা নিউজ২৪ডটকম।
আহমেদ আকবর সোবহান কত টাকার মালিক
-৬,৪০০ কোটি টাকা
এগুলো সবই আহমেদ আকবর সোবহান এর মালিকানা ভিত্তিক। তার পিতার নাম আলহাজ্ব আব্দুস সোবহান এবং মাতা উম্মে কুলসুম। তার পিতা ছিলেন ঢাকা উচ্চ আদালতের একজন আইনজীবী এবং মা গৃহিণী। আহমেদ আকবর সোবহান চার বোন এবং দুই ভাই এর মধ্যে সবার ছোট। শিক্ষা জীবনে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছেন এবং সেখান থেকে ব্যবসায় বিভাগ থেকে স্নাতক ডিগ্রি লাভ করেন। তিনি 1987 সালে বসুন্ধরা গ্রুপ প্রতিষ্ঠা করেন। তারপর থেকেই দেশের অন্যতম বৃহৎ কোম্পানিতে ধীরে ধীরে পরিণত করতে থাকেন।
আহমেদ আকবর সোবহান কত টাকার মালিক
পেশা | ব্যবসায়ী ও শিল্পদ্যোক্তা |
মোট সম্পদ | ৬,৪০০ কোটি টাকা |
মাসিক ইনকাম | — |
বাৎসরিক আয় | — |
জন্মস্থান | ব্রাহ্মণবাড়িয়া |
আহমেদ আকবর সোবহান শাহ আলম নামেও পরিচিত। বর্তমানে সফল এই ব্যবসায়ের বয়স ৭১ বছর। তার স্ত্রীর নাম আফরোজা বেগম। তার চারটি পুত্র সন্তান রয়েছে এবং এদের নাম সাদাত সাফায়েত সায়েম এবং সাফওয়ান। সায়েম সোবহান আনভীর সম্পদ মিলিয়ে তাদের পারিবারিক সম্পদ চার হাজার কোটি টাকার উপরে। আমরা তাদের সর্বাঙ্গীণ সফলতা কামনা করছি।
আরো দেখুনঃ