Imported Goods List From Malaysia

মালয়েশিয়া থেকে বাংলাদেশে আমদানি পণ্য তালিকা

মালয়েশিয়া বাংলাদেশে এর আমদানি রপ্তানি বাণিজ্য চলে আসছে সেই বহু বছর ধরে। দেশটির সাথে বাংলাদেশের একটি সুন্দর সম্পর্ক বিদ্যামান রয়েছে। প্রতি বছর বহু সংখ্যক শ্রমিক বাংলাদেশ থেকে নিয়ে থাকে মালয়েশিয়া। ৩ লক্ষের অধিক স্কয়ার বর্গ কিলোমিটার এর এই দেশটি থেকে আমাদের দেশে প্রতি অর্থ বছরে কয়েক বিলিয়ন ডলার এর পণ্য আমদানি করা হয়ে থাকে। যার মধ্য খণিজ, প্লাস্টিক, অ্যালুমিনিয়াম অত্যাদি অন্যতম। আমাদের আজকের পোস্টে তুলে ধরা হয়েছে কি কি পণ্য দেশটি থেকে আমদানি করা হয়ে থাকে তার একটি লিস্ট। –Imported Goods List From Malaysia

আপনি যদি মালয়েশিয়া থেকে পণ্য আমদানি করে ব্যবসা করে চান তাহলে আমাদের আজকের পোস্ট থেকে ধারণা নিতে পারবেন যে কোন ধরনের পণ্য মালয়েশিয়া থেকে আমদানি করা হয়েছে ইতিমধ্যে। এসব পণ্য এর তালিকা দিন দিন বড় হয়ে চলেছে। কয়েক বিলিয়ন ডলারের আমদানি বাণীজ্যে রুপান্তর হয়েছে বিগত অর্থবছর গুলোতে। তাই আমরা চাই এশিয়ার দেশটির সাথে আমাদের বাণিজ্যিক সম্পর্ক আরো উন্নত হোক।

মালয়েশিয়া থেকে আমদানি পণ্য তালিকা

মালয়েশিয়া থেকে নিম্নে উল্লেখিত পণ্য বিগত বছর গুলোতে আমদানি করা হয়েছে। তবে বর্তমানে এই তালিকা আরো বড় হয়েছে। অনলাইন থেকে সংগৃহীত সর্বশেষ আপডেট আপনাদের সামনে উপস্থিত করা হলোঃ

  • খনিজ
  • রাবার
  • দুগ্ধজাত পণ্য
  • অ্যালুমিনিয়াম 
  • পাম তেল
  • ইলেকট্রনিক্স সামগ্রী
  • রাসায়নিক পদার্থ
  • যন্ত্রপাতি
  • প্লাস্টিক সামগ্রী
  • কাগজ ও কাগজের সামগ্রী
  • খাদ্যদ্রব্য
  • জুতা ও চামড়াজাত পণ্য
  • সিরামিক সামগ্রী
  • টেক্সটাইল সামগ্রী
  • আসবাবপত্র
  • অ*স্ত্র ও গো*লাবা*রুদ ইত্যাদি।

এসব পণ্য বিগত সময়ে বাংলাদেশে আমদানি করা হয়েছে। বাংলাদেশের মোট আমদানির প্রায় ১১% এই মালয়েশিয়া থেকে আমদানি করা হয়। তাই আমদানি রপ্তানি আরো বৃদ্ধি পাক সেই কামনায় শেষ করছি আমাদের আজকের পোস্ট। আশা করি আপনাদের ভালো লেগেছে আমাদের আজকের উপস্থাপনা। এ বিষয়ে যদি আপনাদের আরো কিছু জানার থাকে বা প্রশ্ন থাকে তাহলে আমাদের কমেন্ট করে জাজান। আমরা চেস্টা করবো আপনাদের সকলের মতামতের ভিত্তিতে আমাদের কাজের ধারা অব্যহত রাখতে। সময় নিয়ে পোস্টটি পড়ার জন্য ধন্যবাদ।

আরো দেখুনঃ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top