দক্ষিণ আমেরিকার একটি দেশ ব্রাজিল। দেশটির সাথে বাংলাদেশের রয়েছে আমদানি রপ্তানি বাণিজ্য। আমাদের আজকের উপস্থাপনায় আপনাদের জন্য রয়েছে ব্রাজিল হতে আমদানি করা পণ্যের একটি তালিকা।- Imported Goods List From Brazil
ব্রাজিল থেকে প্রতি বছর কয়েক মিলিয়ন ডলারের পণ্য আমদানি করা হয়ে থাকে বাংলাদশে। এর মধ্যে গম হচ্ছে অন্যতম। এ এছাড়া খাবার জাতীয় কিছু পণ্য দেশটি থেকে আমদানি করা হয়ে থাকে।
আপনারা যারা ব্রাজিল হতে আমদানি করে ব্যাবসা শুরু করতে চাচ্ছেন তাদের জন্য বিশেষ কিছু পণ্যের ধারনা এখান থাকবে। নিচে উল্লেখিত পণ্য গুলো ব্রাজিল থেকে সবচেয়ে বেশি আমদানি করা হয়।
আয়তনে ব্রাজিল বাংলাদেশ থেকে বেশ য়েকগুণ বড়। দেশটিতে পেওতি বছর ব্যাপক হারে গম উৎপাদন করা হয়ে থাকে। তাই চিনি সহ অন্যান্য কিছু ফল এবং শস্য দেশটি থেকে আনা হয় আমাদের এই বাংলাদেশ এ।
ব্রাজিল থেকে আমদানি পণ্য তালিকা
২০২০ সালে, বাংলাদেশ ব্রাজিল থেকে প্রায় ১.৮ বিলিয়ন ডলারের পণ্য আমদানি করে। এর মধ্যে মাংস, মাছ, দুগ্ধজাত পণ্য, তেল, চিনি, তুলা, কফি, কোকো, বাদাম, ফল, শাকসবজি, কাগজ, প্লাস্টিক, রাসায়নিক, যন্ত্রপাতি এবং গাড়ির মতো পণ্যগুলি উল্লেখযোগ্য।
- গম
- চিনি
- নানা ধরণের শুকনো ফল
- মসলা
- মাংস
- মাছ
- দুগ্ধজাত পণ্য
- তেল
- চিনি
- তুলা
- কফি
- কোকো
- বাদাম
- ফল
- শাকসবজি
- কাগজ
- প্লাস্টিক
- রাসায়নিক
- যন্ত্রপাতি
- গাড়ি
উপরে উল্লেখিত পণ্য গুলো বাংলাদেশ এ ব্রাজিল থেকে সময় বিশেষ প্রয়োজন অনুযায়ী আমদানি করা হয়ে থাকে। তবে এসব পণ্য চাহিদার উপর আমদানি নির্ভরশীল।
তার সময়ের সাথে এসব পণ্য চেঞ্জ হতে পারে। বাংলাদেশে সরকারের ওয়েবসাইট এ আপনি সরাসরি বর্তমান তথ্য দেখে নিতে পারেন। ব্রাজিল হতে বাংলাদেশ এর আমদানি বাণিজ্য ধীরে ধিরে বিলিয়ন ডলারের টার্ন অভারে উন্নতি লাভ করছে।
সুপ্রিয় পাঠক আমাদের সাইটে আপনি আরো কিছু রিলেটেড পোস্ট দেখতে পাবেন, নিচে এসব পোস্টের লিংক দেয়া রয়েছে। আপনি চাইলে ঘুরে আসতে পারেন। আমরা চেস্টা করেছি আপনাদের জন্য সর্বশেষ অফিশিয়াল তথ্য উপস্থাপন করার জন্য।
আরো দেখুনঃ