২০২৩ সালে বাংলাদেশ মোট ৬৯.২৯ বিলিয়ন মার্কিন ডলারের পণ্য আমদানি করেছে। বাংলাদেশ ব্যাংকের পরিসংখ্যান অনুসারে, এই পরিমাণ ২০২২ সালের তুলনায় ১৬% কম। আমদানি ব্যয় কম হওয়ার প্রধান কারণ হল ডলারের বিপরীতে টাকার অবমূল্যায়ন, আমদানি নিষেধাজ্ঞা এবং অর্থনৈতিক মন্দা। ২০২৩ সালে বাংলাদেশের শীর্ষ আমদানি পণ্যগুলির মধ্যে রয়েছে তেল ও খনিজ তেল, কয়লা, সার, যন্ত্রপাতি, রাসায়নিক পদার্থ, খাদ্য এবং কাগজ।- Imported Goods List
ডলার রেট বেশি থাকার দরুন বৈশ্বিক বাণিজ্য কিছুটা ধীরগতি আসলেও সেটি আস্তে আস্তে কাটিয়ে উঠতে শুরু করেছে বিভিন্ন দেশ। আমাদের দেশ ও চেস্টা করছে অর্থনৈতিক চাকা সচল রাখার জন্য। বাংলাদেশ সবচেয়ে বেশি পণ্য আমদানি করে থাকে চায়না থেকে। এরপর রয়েছে ভারত, সিঙ্গাপুর, আমেরিকা জাপান ইত্যাদি। এসব দেশ থাকে বিভিন্ন পণ্য আমাদের দেশে আমদানি করা হয়ে থাকে। তারই একটি বিস্তারিত বর্ণণা নিচে দেয়া হলো।
বাংলাদেশে আমদানি পণ্য তালিকা
গত অর্থবছরে বাংলাদেশে প্রায় ৪ হাজার ৭৮৮ ধরনের পণ্যে আমদানি করা হয়েছে। এসব পণ্যের মধ্যে বেশিরভাগই রয়েছে নিত্যপ্রয়োজনীয় পণ্য, নির্মাণ সমগ্রী এবং অন্যান্য শিল্পের কাঁচামাল। বাংলাদেশে সবচেয়ে বেশি পণ্য আমদানি করা হয়েছে এমন কিছু পণ্যের প্রাথমিক একটি তালিকা নিচে প্রকাশ করা হলো।
তুলা | ডিজেল |
স্ক্র্যাপ জাহাজ | ফার্নেস অয়েল |
পাম অয়েল | সিমেন্ট ক্লিংকার |
গম | অপরিশোধিত তেল |
সার | সয়াবিন |
হট রোল্ড ইস্পাত | মসুর ডাল |
লোহা ও ইস্পাত কাঠামো | ভাঙা পাথর এবং মটর |
দেশের চলমান উন্নয়ন রক্ষার্থে এসব পণ্যে আমদানির শীর্ষে রয়েছে। তবে এর বাইরেও বেশ কিছু পণ্য রয়েছে যেগুলো আমদানি করা হয়ে থাকে আমাদের দেশে। তবে উল্লেখিত পণ্যগুলো সবচেয়ে বেশি শতাংশ জায়গা দখল করে রয়েছে। বাংলাদেশে কাচামাল হিসেবে সবচেয়ে বেশি আমদানি কৃত পণ্যের নাম হচ্ছে তুলা। সরকার এই খাতে তেমন শুল্ক আরোপ করে না। তাই ব্যবসায়ীগণ এই পণ্যটিই সবচেয়ে বেশি আমদানি করে থাকে। তবে সময় এবং প্রয়োজন বিশেষ সব ধরণের পণ্যই কম বেশি আমদানি করা হয় আমাদের দেশে।
আরো দেখুনঃ
- আমদানি নিষিদ্ধ পণ্য তালিকা
- কোরিয়া থেকে আমদানি পণ্য তালিকা
- মালয়েশিয়া থেকে বাংলাদেশে আমদানি পণ্য তালিকা
- ইন্দোনেশিয়া অর্থনীতি, আমদানি রপ্তানি বাণিজ্য এবং আয়তন
- ইন্দোনেশিয়া থেকে বাংলাদেশে আমদানি পণ্য তালিকা
- জাপান থেকে বাংলাদেশে আমদানি পণ্য তালিকা
- আমেরিকা থেকে বাংলাদেশে আমদানি পণ্য তালিকা
- সিঙ্গাপুর থেকে আমদানি পণ্য তালিকা
- ইন্দোনেশিয়া থেকে আমদানি পণ্য তালিকা