দক্ষিন এশিয়ার দেশগুলি থেকেই বাংলাদেশে সবচেয়ে বেশি পণ্য আমদানি করা হয়। বাংলাদেশ থেকে ইউরোপ কান্ট্রির দেশগুলোতে পণ্য বেশি রপ্তানি করা হয়। তবে সুইডেন থেকেও কিছু কিছু পণ্য সময় বিশেষ পণ্য আমদানি করা হয়ে থাকে আমাদের দেশে। ইউরোপের এই দেশটি থেকে প্রতি বছর অল্পই কিছু পণ্য আমদানি করা হয় আমাদের দেশে। সুইডেন এর জনসংখ্যা মাত্র ১১ মিলিয়ন। অল্প জনসংখ্যা থাকলেও দেশটির অর্থনিতি অনেক এগিয়ে। – List of imported goods from Sweden
আমাদের আজকের পোস্টে আপনাদের জন্য থাকছে সুইডেন থেকে আমদানি পণ্য তালিকা। আমাদের সাইটে অন্যান্য দেশ থেকে বাংলাদেশ এ আমদানিকৃত পণ্যসমূহের তালিকা প্রকাশ করা হয়েছে। আমদানি রপ্তানি তে আমাদের দেশ অনেক এগিয়ে রয়েছে বিশ্বের অনেক দেশ থেকে। দেশের অর্থনিতির চাক অনেক টাই সচল রয়েছে পণ্য রপ্তানি করে। তাই এই খাত কে আমাদের সকলে মিলে এগিয়ে নিয়ে যেতে হবে।
সুইডেন থেকে আমদানি পণ্য তালিকা
- শিল্প: যানবাহন, যন্ত্রপাতি, রাসায়নিক, ঔষধ, পেপার, লোহা ও ইস্পাত
- খাদ্য ও পানীয়: মাংস, মাছ, দুগ্ধ, ফল, শাকসবজি, পানীয়
- পোশাক ও জুতা: পোশাক, জুতা, চামড়ার পণ্য
- কাঠ ও কাঠের পণ্য: কাঠ, আসবাবপত্র, কাগজ
- বৈদ্যুতিক যন্ত্রপাতি: টেলিভিশন, রেফ্রিজারেটর, washing machine, air conditioner
- অন্যান্য: প্রসাধনী, জুয়েলারি, খেলনা
উপরুক্ত লিস্ট এর পণ্য গুলো ছাড়াও আরো বেশ কিছু পণ্য আমদানি করা হয় আমাদের দেশে। তবে অফিশিয়ালি এসব তথ্য পাওয়া যায় নি বলে আমরা এই লিস্টে উপস্থাপন করিনি। এখানে চেস্টা করা হয়েছে সর্বশেষ হালনাগাদ অনুযায়ী তথ্য উপস্থাপন করার জন্য। আপনারা চাইলেই বাংলাদেশে সরকার এর তথ্য মন্ত্রণালয় এর ওয়েবসাইট থেকে জেনে নিতে পারেন আপনার প্রয়োজনীয় তথ্য। এছাড়া নিচে দেয়া লিংক এর মাধ্যমে অন্যান্য দেশ থেকে আমদানিকৃত পণ্যের তালিকা দেখুন এখানে।
FAQs,
সুইডেনের ১ টাকা বাংলাদেশের কত টাকা?
↪ ১০.২৫ টাকা
সুইডেনের মুদ্রার নাম কি?
↪ সুইডেন এর মুদ্রার নাম ক্রোনা।
সুইডেনের রাজধানীর নাম কি?
↪ রাজধানী হল স্টকহোম।
সুইডেনের আইনসভার নাম কি?
↪ সুইডেনের আইনসভার নাম রিক্সদা
সুইডেনের দ্বীপ সংখ্যা?
↪ সুইডেনে মোট দ্বীপের সংখ্যা দুই লাখ ২১ হাজার ৮৩১৷
সুইডেন কোন মহাদেশে অবস্থিত?
↪ সুইডেন উত্তর ইউরোপের একটি দেশ।
সুইডেনের নির্বাচিত প্রথম নারী প্রধানমন্ত্রীর নাম?
↪ সুইডেনের নির্বাচিত প্রথম নারী প্রধানমন্ত্রী হলেন ম্যাগডালেনা অ্যান্ডারসন।
আরো দেখুনঃ