Tarique Zia Koto Takar Malik

তারেক জিয়া কত টাকার মালিক

তারেক জিয়া, বর্তমান বাংলাদেশের অন্যতম প্রধান রাজনৈতিক দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। পুরো নাম তারেক রহমান। তার জন্ম ২০ নভেম্বর ১৯৬৫ সালে। তার পিতা জিয়াউর রহমান ছিলেন বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের অন্যতম সংগঠক ও সাবেক রাষ্ট্রপতি এবং মাতা বেগম খালেদা জিয়া বাংলাদেশের তিনবার নির্বাচিত প্রধানমন্ত্রী।-Tarique Zia Koto Takar Malik

তারেক জিয়া কত টাকার মালিক

তার মূল পেশা হচ্ছে ব্যাবসা এবং রাজনীতি। তারেক রহমান এর স্ত্রী ডা. জোবাইদা রহমান এবং মেয়ে জাইমা রহমান। স্ত্রী সন্তান নিয়ে দীর্ঘদিন তিনি যুক্তরাজ্যে বসবাস করছেন। আমাদের আজকের পোস্টে তারেক জিয়ার সম্পদের হিসাব এবং বিস্তারিত ধারণা দেয়া হয়েছে। তাই বাংলাদেশের অন্যতম রাজনৈতিক ব্যক্তিত্য তারেক জিয়া কত টাকার মালিক সেটি দেখতে হলে সম্পূর্ণ পোস্টে চোখ রাখুন।

তারেক জিয়ার একদিকে যেমন রয়েছে তার কোটি কোটি সমর্থক অন্যদিকে ঠিক তেমনটাই রয়েছে রাজনৈতিক বিরধী দল। শত্রুপক্ষের হামলার শিকার হতে বাচতে তারেক জিয়া ব্যাবহার করেন বুলেট প্রুফ সিরিজের অত্যাধুনিক মডেল এর কয়েকটি গাড়ি। যে গাড়িগুলোর কাছে হার মেনে যায় শত্রুপক্ষের ভয়ংকর গ্রেনেড হামলাও। অনলাইন মাধ্যম অনুযায়ী তারেক জিয়া প্রায় ১৫ হাজার কোটি টাকার মালিক। এ সম্পদের বেশিরভাগই তিনি পেয়েছেন তার বাবার রেখে যাওয়া ব্যবসা প্রতিষ্ঠান থেকে।

তারেক জিয়ার গাড়ির কালেকশন

তারেক জিয়ার কাছে রয়েছে একটি ক্যান্ডেলা এক্স ল্যাব গাড়ি। গাড়িটি সম্পূর্ণ বুলেট প্রুফ ভার্সনের।গাড়িটিতে রয়েছে ৪২০ হর্স পাওয়ার এর ইঞ্জিন। ০ থেকে ১০০ কিলোমিটার গতি তুলতে সময় লাগে মাত্র ৬.৮ সেকেন্ড। গাড়িটির সর্বোচ্চ গতি হচ্ছে ২৫০ কিলোমিটার প্রতি ঘন্টায়।

এই সিরিজের একটি নর্মাল গাড়ির দাম হচ্ছে ১ কোটি ৫০ লক্ষ টাকা। তবে এই টাকায় বুলেট প্রুফ সার্ভিস পাওয়া যায় না। সেজন্য আপনাকে স্পেশাল ভাবে অর্ডার করতে হবে। অথবা একটি নরমাল গাড়ি কিনে সেটিকে অন্য কোন কোম্পানী থেকে বুলেট প্রুফ ভার্সনের করে নিতে হবে। আর একটি গাড়ি বুলেট প্রুফ করতে গেলে প্রায় মোটামুটি ৭ থেকে ৮ কোটি টাকা খরচ হয়।

এছাড়া তারের জিয়ার লেক্সাস কোম্পানীর একটি গাড়ী রয়েছে। মজার বিষয় হলো গাড়িটির নম্বর প্লেটে BNP লিখা নম্বর রয়েছে। লন্ডনের মতো দেশে এই নাম্বার প্লেইটের কারন হিসেবে ধরা হয় তার দলের নেতাকর্মীদের উজ্জীবিত করার লক্ষেই বিএনপি নামক এই স্পেশাল নাম্বার প্লেইটটি ব্যবহার করেন।

আরো দেখুনঃ 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top