student life quotes

ছাত্র জীবন নিয়ে উক্তি, ছন্দ, স্ট্যাটাস, বাণী এবং ক্যাপশন

ছাত্র জীবন নিয়ে উক্তি, ছন্দ, স্ট্যাটাস, বাণী এবং ক্যাপশন।  বলা হয়ে থাকে ছাত্রজীবন নাকি সবচাইতে সুন্দরতম জীবন। সারা জীবনের মধ্যে এই ছাত্র জীবন নাকি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আনন্দময়। কিন্তু মূল কথা হচ্ছে মানুষের আশা কখনো শেষ হয় না। বিভিন্ন রকম মানুষের রয়েছে বিভিন্ন রকম চাহিদা। আর এই সমস্ত স্বপ্নপূরণের পেছনে দৌড়াতে দৌড়াতে আমাদের জীবনটা শেষ হয়ে যায়। আসলে মানুষ কল্পনাতেই বেশি সুখী। ছাত্র জীবন বৃদ্ধ জীবন বলতে কোন কিছু নেই। বয়সের সাথে সাথে শুধু চাহিদা টা পাল্টে যায়। ছাত্রজীবনের চাওয়া পাওয়া কম নয়। আর এসবের মাঝেই আমাদের মন ভারাক্রান্ত হয়ে ওঠে। তোমরা যারা ছাত্র জীবন পার করতেছো কিংবা ছাত্রজীবনকে স্মরণ করতেছ তাদের জন্য আমাদের আজকের পোস্টে রয়েছে বিশেষ কিছু কথা বা লাইন। আশা করব এই সমস্ত লাইন তোমাদের মনের ভাব প্রকাশ করতে সাহায্য করবে।

ছাত্র জীবন নিয়ে উক্তি

ছাত্র জীবন নিয়ে উক্তি। পোস্টের শুরুতেই তোমাদের জন্য থাকছে বিশেষ কিছু উক্তি। ছাত্র জীবন সম্পর্কিত এ সমস্ত উক্তি বিখ্যাত কবি সাহিত্যিকগণ বিভিন্ন প্রেক্ষাপটে বলে গেছেন। আজও এসমস্ত কথা লেখা থাকে স্বর্ণাক্ষরে। কারণ প্রত্যেকটি কথায় অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং বাস্তবসম্মত।

সাফল্য হলো ছোট ছোট প্রচেষ্টার এক সামস্টিক ফলাফল যার শুরুটা ছাত্রজীবনেই।
— রবার্ট কোলিয়ার

আমাদের শিক্ষার মধ্যে এমন একটি সম্পদ থাকা চাই
যা কেবল আমাদের তথ্য দেয় না, সত্য দেয়;
যা কেবল ইন্ধন দেয় না, অগ্নি দেয়।” -রবীন্দ্রনাথ ঠাকুর

ছাত্রদের মনে করিয়ে দাও তারা যেন
তাদের সীমিততার লক্ষ না করে বরং চেষ্টা করে যায়।

ছাত্র জীবন নিয়ে ছন্দ

ছাত্র জীবন নিয়ে ছন্দ। তোমরা যারা ছন্দ পছন্দ করো বা বন্ধুবান্ধবের সাথে ছন্দ শেয়ার করতে পছন্দ করো। তাদের জন্য আমাদের আজকের উপস্থাপনায় রয়েছে ছাত্র জীবন সম্পর্কিত ছন্দ। আশা করি এসব ছন্দ তোমাদের ভালো লাগবে।

বন্ধু চল রোদ্দুরে
মন কেমন মাঠজুড়ে
খেলবো আজ ওই ঘাসে
তোর টিমে তোর পাশে

মনুষ্যত্বের শিক্ষাটাই চরম শিক্ষা আর সমস্তই তার অধীন ”
-রবীন্দ্রনাথ ঠাকুর

স্কুলের প্রথম দিনটা আর শেষ দিনটি একই ছিল,
চোখে জল ফেলেছিলাম দুই দিন ই
কিন্তু কারণটা ছিল একেবারে আলাদা”
একটা যাবার আনন্দ ;আরেকটি বিদায়ের ব্যথা

ছাত্র জীবন নিয়ে স্ট্যাটাস

ছাত্র জীবন নিয়ে স্ট্যাটাস। ছাত্র জীবন বড়ই মধুর। যদি সেখানে চাওয়া-পাওয়ার পূর্ণতা থাকে। তবে বেশিরভাগ ক্ষেত্রেই এ চাওয়া-পাওয়া পূর্ণ হয়না। ক্ষোভ আর আক্ষেপে পারি হয়ে যায় দিনগুলো। তাই এই সমস্ত মিশ্র প্রতিক্রিয়ার সম্বলিত কিছু স্ট্যাটাস আমাদের এখানে দেওয়া হলো।

ছাত্রজীবন হলো তোমার জীবনের বীজ,
এটাকে ভালোভাবে বপন করতে হবে।

ছাত্রদের মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ যে বৈশিষ্ট্যটা থাকা দরকার
তা হলো প্রশ্ন করার ক্ষমতা, তাদের প্রশ্ন করতে দিন।“
– এ.পি. জে.আব্দুল কালাম

প্রস্তুতির জন্য হেরে যাওয়া মানে, হেরে যাওয়ার প্রস্তুতি নেয়া।
— বেঞ্জামিন ফ্রাংকলিন

ছাত্র জীবন নিয়ে বাণী

ছাত্র জীবন নিয়ে বাণী। জীবনে চলার পথে বিখ্যাত জ্ঞানীগুণী গণ এবং কবি-সাহিত্যিকরা বিভিন্ন কথা বলে গেছেন। বিভিন্ন প্রেক্ষাপটে বলা এসব বক্তব্য বাণী হিসেবে মানুষের কাছে রয়ে গেছে। এসব কথা হাজার বছর ধরে মানুষের জীবদ্দশায় বাস্তব প্রেক্ষাপট এর উপর ভিত্তি করে কাজে লাগবে। পোষ্টের এই অংশে তোমাদের জন্য রয়েছে ছাত্র জীবন সম্পর্কিত বাণী।

আপনি যখন কাউকে শেখাচ্ছেন তখন
মোটেও ভুলে যাবেন না আপনিও একজন ছাত্র ছিলেন।
— জেরি কর্সটেন

ছাত্রদের মনে করিয়ে দাও তারা যেন
তাদের সীমিততার লক্ষ না করে বরং চেষ্টা করে যায়।

ছোট্ট সে ছেলেবেলা
হাসিখুশি আর খেলা
স্কুলজীবনের দিনগুলি আজ
মনে পড়ে সারা বেলা

ছাত্র জীবন নিয়ে ক্যাপশন

ছাত্র জীবন নিয়ে ক্যাপশন। ভালো একটি ক্যাপশন বাড়িয়ে দিতে পারে কোন স্টেটাসের মহত্ব। অথবা একটি ছবি শেয়ার করলে ভালো একটি ক্যাপশন এটির গুরুত্ব অনেকাংশে বাড়িয়ে দেয়। আর আপনি যদি লাইক কমেন্ট বেশি পছন্দ করে থাকেন তাহলে অবশ্যই ক্যাপশন ব্যবহার করুন। নিচে ছাত্র জীবন সম্পর্কিত কিছু ক্যাপশন দেয়া হলো। দেরি না করে এখনি পছন্দের ক্যাপশনটি বেছে নিন।

সাফল্যের জন্য ক্ষুধার্ত থাকো পূর্ণতার কিংবা সবচেয়ে ভালোর জন্য নয়।
— সংগৃহীত

ছাত্র জীবন হলো এক সোনালী জীবন এই জীবনকে কখনোই ভুলে যেও না।
— সংগৃহীত

এ জীবনে অলসতাকে করতে হবে বর্জন
জ্ঞানের সাগরে করতে হবে অবগহণ।
করা যাবেনা বিনা কারণে বিতর্ক,
নিজের লক্ষ নিয়ে হতে হবে সতর্ক

শেষ কথাঃ আশা করি আমাদের আজকের পোস্টে আপনারা একাকিত্ব নিয়ে স্ট্যাটাসটি পেয়ে গেছেন। আমরা চেস্টা করেছি ভালো কিছু একাকিত্ব নিয়ে উক্তি এবং ছন্দ আপনাদের উপহার দেয়ার জন্য। পছন্দের ক্যাপশনটি পেতে পোস্টটি ভালোভাবে লক্ষ করুন। এছাড়া কিছু জানার থাকলে অবশ্যই আমাদেরকে অবগত করুন। সময় নিয়ে পোস্টটি পড়ার জন্য ধন্যবাদ।

আরো দেখুনঃ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top