আসল নামঃ সৌরভ চন্ডীদাস গাঙ্গুলী। ডাকনামঃ বেঙ্গল টাইগার, মহারাজা, দাদা। পেশা প্রাক্তন ভারতীয় ক্রিকেটার উপস্থাপক এবং অভিনেতা জন্ম তারিখ ৮ ই জুলাই ১৯৭২ সাল ২০২৩ অনুযায়ী ৫১ বছর। উচ্চতা ৫ ফিট ১১ ইঞ্চি ওজন ৬৮ কেজি।-Sourav Ganguly Koto Takar Malik
জন্মস্থান বেহালা, কলকাতা পশ্চিমবঙ্গ ভারত। জাতীয়তা ভারতীয় ধর্ম হিন্দু ধর্ম। দাদাগিরির জন্য তিনি প্রতি সপ্তাহে প্রায় ১ কোটি টাকা নিয়ে থাকেন। তিনি প্রায় ৫৫.৫মিলিয়ন ডলার এর মালিক। তার বাবা চন্ডীদাস গাঙ্গুলী এবং মা নিরুপা গাঙ্গুলী। ভাই স্নেহাশীষ গাঙ্গুলী প্রাক্তন ভারতীয় ক্রিকেটার। স্ত্রী ডোনা গাঙ্গুলী তিনি একজন নৃত্যশিল্পী। তার একটি মেয়ে রয়েছে তার নাম ছানা গাঙ্গুলী জন্ম ২০০১ সালে।
তার বেশ কয়েকটি গাড়ি এবং বেশ কয়েকটি বাড়ি রয়েছে যার বর্তমান মূল্য ২০ কোটি রুপি। শৈশবে সৌরভ গাঙ্গুলী বিশাল এক ফুটবল অনুরাগী ছিলেন। কিন্তু তার ভাই এর জেদ এর কারনে ক্রিকেটে একাডেমিতে ভর্তি হয়। তার খেলায় মনোযোগী না হওয়ার কারণে তাকে প্রায়ই স্কোড থেকে বাদ দেওয়া হত। তাকে ভারতীয় অধিনায়ক্তে সফল অধিনাক হিসেবে বলা হয়।
পেশা | সাবেক ক্রিকেটার |
মোট সম্পদ | ৮৫০ কোটি টাকা |
মাসিক বেতন | ২ কোটি ৬০ লক্ষ |
বাৎসরিক আয় | ৩২ কোটি |
বয়স | ৫০ বছর |
জন্মস্থান | ইন্ডিয়া |
২০০০ সালের একটি ম্যাচে সচিন টেন্ডুলকার অসুস্থ থাকার কারনে অধিনায়ক থেকে পদত্যাগ করার কারনে সৌরভ গাঙ্গুলী প্রথম অধিনায়কত্ব গ্রহণ করেন। বর্তমানে তিনি আইপিএল পরিচালনা কারির একটি সদস্য ওতিনি সুপরিম কোর্টের একটি অংশ সহ বেশ কয়েকটি পদে রয়েছেন। তিনি টেলিভিশন শো দাদাগিরি অনুষ্ঠান পরিচালনা করে থাকেন।
আরো দেখুনঃ
- যমুনা গ্রুপ কত টাকার মালিক
- পরীমনি কত টাকার মালিক
- মোস্তাফিজুর রহমান কত টাকার মালিক
- বিরাট কোহলি কত টাকার মালিক
- অনন্ত জলিল কত টাকার মালিক
- আফ্রিদি কত টাকার মালিক
- সৌরভ গাঙ্গুলী কত টাকার মালিক
- মিশা সওদাগর কত টাকার মালিক
- অমিতাভ বচ্চন কত টাকার মালিক
- মনোয়ার হোসেন ডিপজল কত টাকার মালিক
- তামিম ইকবাল কত টাকার মালিক
- সাকিব আল হাসান কত টাকার মালিক
- মুশফিকুর রহিম কত টাকার মালিক