Rumi

জালাল উদ্দিন রুমি উক্তি, বাণী, উপদেশ এবং পীরের নাম

জালাল উদ্দিন মুহাম্মদ রুমি একজন ফরাসি মুসলিম কবি, আইনজ্ঞ, ইসলামী ব্যক্তিত্ব, ধর্মতাত্ত্বিক এবং সুফি ছিলেন। তিনি ১২৭৩ খ্রিস্টাব্দে মৃত্যুবরণ করেন। জালাল উদ্দিন মুহাম্মদ রুমি কে কেনিয়ায় সমাধিত করা হয়। রুমির প্রভাব দেশের সীমানা পিডিএ জাতিগত পরিমণ্ডল ছড়িয়ে বিশ্ব দরবারে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছিল। তার কবিতা সারাবিশ্বে ব্যাপক ভাবে বিভিন্ন ভাষায় অনূদিত হয়েছে এবং বিভিন্ন ধারায় রূপান্তরিত করা হয়েছে। রুমিকে যুক্তরাষ্ট্রের সবচেয়ে জনপ্রিয় কবি হিসেবে ধরা হয়। রুমির কিছু উক্তি বাণী এবং কবিতা সহ বিখ্যাত বই উপস্থাপন করা হলো।

জালাল উদ্দিন রুমির পীরের নাম

মাওলানা রূমীর পীরের নাম শামস তাবরিজি রহঃ

জন্ম – ১১৮৫ তাবরিজ, ইরান
মৃত্যু – ১২৪৮ খৈয়, ইরান

শামস তাবরিজি (ফার্সি : ﺷﻤﺲ ﺗﺒﺮﯾﺰﯼ ) বা শামস আল দিন মোহাম্মদ (১১৮৫-১২৪৮) ছিলেন একজন ইরানী সুফি ব্যাক্তিত্ব। তিনি বিখ্যাত মুসলিম জ্ঞান তাপস জালালউদ্দিন রুমির একজন শিক্ষক ছিলেন। শামস শব্দের অর্থ সূর্য। শামস তাবরিজির সাথে যখন রুমির প্রথম সাক্ষাৎ হয় তখন রুমির বয়স মাত্র ২১ বছর। সেই সময় মাওলানা রুমিকে শিষ্য হিসেবে পছন্দ করেন তাবরিজি, কারণ বয়স কম হলেও তিনি রুমির ভেতর জ্ঞানের বিশালতা আর গভীরতা খুঁজে পান, তবে আরও একটু পরিপক্ব বয়সের আশায় তাবরিজি তখনও রুমিকে কোনোপ্রকার শিষ্যত্বের ইঙ্গিত দেননি!

অনেক বছর পর যখন মাওলানা রুমির বয়স ৪০ বছর হয়, তখন শামস তাবরিজি আবার রুমিকে খুঁজে নেন। কারণ তিনি মনে করতেন এটাই সেই বয়স যখন রুমি নিজেকে মেলে ধরতে পারবেন আকাশের বিশালতায়! তার সাথে আলাপ-আলোচনায় রুমি যেন অন্য এক জগতের সন্ধান পান, যেখানে দুনিয়ার অনেক বড় বিষয়গুলো ক্ষুদ্র মনে হতে থাকে। নিজেদের আলাপে ভর করে জ্ঞানের নতুন আলোর আরও গভীরে যেতে রুমি তাবরিজিকে বাসায় নিয়ে আসেন, আলাপ-আলোচনায় জ্ঞান গ্রহণের ভেতর দিয়ে সময় কাটাতে থাকেন।

জালাল উদ্দিন রুমি উক্তি – Rumi Quotes

জালাল উদ্দিন রুমির উক্তি। মওলানা জালাল উদ্দিন রুমির উক্তি সম্পর্কে আর নতুন করে কিছু বলার নেই। তার বলা অসংখ্য উক্তিসমূহ আজও সকলে মনে গেথে রয়েছে। আমরা অহরহই তার উক্তি সমূহ ব্যাবহার করে থাকি। পছন্দের এসব উক্তি অনেকি খুজে থাকেন। আমাদের আজকের পোস্টে তেমনি কিছু বাছাইকৃত সেড়া কিছু উক্তি উপস্থাপন করা হয়েছে। আপনারা যারা জালাল উদ্দিন রুমির উক্তি পছন্দ করে থাকেন তারা সহজেই এখানে কিছু সেরা উক্তি পেয়ে যাবেন।

  • যত বেশি নীরব হবে তত বেশি শুনতে পাবে।
  • প্রেম আসলে কোথাও মিলিত হয় না। সারাজীবন এটা সবকিছুতে বিরাজ করে।
  • মোমবাতি হওয়া সহজ কাজ নয়। আলো দেওয়ার জন্য প্রথম নিজেকেই পুড়তে হয়।
  • যদি আলো থাকে তোমার হৃদয়ে তাহলে ঘরে ফেরার পথ তুমি অবশ্যই খুঁজে পাবে।
  • অন্যের জীবনের গল্প শুনে সন্তুষ্ট হয়ো না, নিজের পথ তৈরি করো, নিজের জীবন সাজাও।
  • সুন্দর ও উত্তম দিন তোমার কাছে আসবেনা, বরং তোমারই এমন দিনের দিকে অগ্রসর হওয়া উচিত।
  • তোমার জন্ম হয়েছে পাখা নিয়ে, উড়ার ক্ষমতা তোমার আছে। তারপরও খোঁড়া হয়ে আছো কেন!
  • একাকী বোধ করো না , কারণ সমগ্র ব্রহ্মান্ড তোমার ভিতরেই বিদ্যমান।
  • তুমি এ ব্রহ্মাণ্ডে গুপ্তধনের খোঁজ করছো, কিন্তু প্রকৃত গুপ্তধনতো তুমি নিজেই।
  • যতক্ষণ পর্যন্ত তুমি নিজের ভেতরের আগুন কে খুঁজে না পাবে ,ততক্ষন পর্যন্ত জীবনের বসন্তে পৌঁছতে পারবে না।
  • স্রষ্টার কাছে পৌঁছানোর অজস্র পথ আছে। তার মাঝে আমি প্রেমকে বেছে নিলাম।

জালাল উদ্দিন রুমি বাণী

জালাল উদ্দিন রুমি বাণী। আপনারা যারা জালাল উদ্দিন রুমির বিখ্যাত সব বাণী খুজতেছেন তাদের জন্য এখানে দেয়া হয়েছে বাছাইকৃত সেরা কিছু বাণিসমূহ। আমরা চেস্টা করেছি আপনাদের জন্য সুন্দর একটি আর্টিকেল উপহার দেয়ার জন্য। জালাল উদ্দিন রুমি সম্পর্কিত অনেক বিষয় নিয়েই মানুষ অনলাইনে সার্চ করে থাকে। তাই চেস্টা করেছি সেসব বিষয় সুন্দরভাবে আপনাদের জন্য উপস্থাপন করার জন্য।

  • প্রদীপগুলো আলাদা, কিন্তু আলো একই।
  • বৃক্ষের মতো হও, আর মরা পাতাগুলো ঝরে পড়তে দাও।
  • তুমি যদি আল্লাহ পাকের সান্নিধ্য বা সামনে বসতে চাও, তবে কামেল অলীগণের দরবারে বসে যাও।
  • যা কিছু হারিয়েছো তার জন্য দুঃখ করো না। তুমি তা আবার ফিরে পাবে, আরেকভাবে, আরেক রূপে।
  • তুমি এ ব্রহ্মাণ্ডে গুপ্তধনের, কিন্তু প্রকৃত গুপ্তধনতো তুমি নিজেই।
  • যে সৌন্দর্য তুমি আমার মাঝে দেখতে পাও, তা তোমারি প্রতিচ্ছবি।
  • যেহেতু মানুষের আকৃতিতে বহু শয়তান রয়েছে, তাই অনুসন্ধান না করে যে কোন হাতে হাত দেওয়া বা বাইয়াত হওয়া উচিৎ নয়।
  • শব্দ দিয়ে প্রতিবাদ করো, কণ্ঠ উঁচু করে নয়। মনে রাখবে ফুল ফোটে যত্নে, বজ্রপাতে নয়।
  • আল্লাহর বিশিষ্ট বান্দা পীরে কামেলই হন আল্লাহ পাকের কুদরুতি ছায়া, যারা দুনিয়ায় মুর্দা স্বরুপ আল্লাহর রাস্তায়, তারাই জীবিত ও প্রাণ চঞ্চল!

জালাল উদ্দিন রুমির প্রেমের উক্তি

জালাল উদ্দিন রুমির প্রেমের উক্তি। বলা হয়ে থাকে মুসলিমদের লাভ গুরু জালাল উদ্দিন রুমি। কারন প্রেম নিয়ে তার বলা অসংখ্যা উক্তি এবং বাণী রয়েছে। মানুষ যুগ যুগ ধরে এসব উক্তি পছন্দ করে আসছে। তার বিখ্যাত সব প্রেমের উক্তি আজও মানুষের মনে দোলা দেয়। প্রেমিকযুগল এর মনের যত কথা তার সবই রুমির উক্তি মাধ্যমে প্রকাশ করা যায়। তাই দেখে নিন জালাল উদ্দিন রুমির কিছু বিখ্যাত প্রেমের উক্তি।

জালাল উদ্দিন রুমির কবিতা বাংলা

জালাল উদ্দিন রুমির কবিতা বাংলা। অনেকেই জালাল উদ্দিন রুমির বাংলা কবিতা খুজে থাকেন। মূলত তিনি ছিলেন একজন ফরাসি মুসলিম কবি। তার রচনায় রয়েছে অসংখ্য কবিতা। এসব কবিতা বাংলায় তর্যমা করা রয়েছে অনেকগুলো। আপনারা যারা জালাল উদ্দিন রুমির বাংলা কবিতা দেখতে চান তারা পোস্ট এর এই অংশে ভালো ভাবে লক্ষ করুন।

  • প্রেম সর্বদাই তৃষ্ণাস্বরূপ ! ইহা সর্বদাই তৃষ্ণার্ত প্রেমিককে অন্বেষণ করে ! প্রেম এবং প্রেমিক এই দুই জিনিস পরস্পরকে রাত ও দিনের মতোই অনুসরণ করে।
  • যেখানে মন কেবল সীমানাই দেখতে পায় ,প্রেম সেখানেও গোপন পথ খুঁজে বের করে।
  • প্রেম কোনো ভিত্তির উপর দাঁড়িয়ে থাকে না…
    প্রেম অসীম সাগরের মত , যার কোনো প্রারম্ভ বা সমাপ্তি নেই।
  • যে বাতাস গাছ উপড়ে ফেলে, সেই বাতাসেই ঘাসেরা দোলে। বড় হওয়ার দম্ভ কখনও করো না।
  • ভালোবাসা হল একটা প্রবহমান নদী , তার থেকে কিছু চুমুক জল তুমিও পান করে নাও।
  • স্রষ্টার কাছে পৌঁছনোর অজস্র পথ আছে। তার মাঝে আমি প্রেমকে বেছে নিলাম।

“যদি তুমি চাঁদের প্রত্যাশা কর, তবে রাত থেকে লুকিয়োনা। যদি তুমি একটি গোলাপ আশা কর, তবে তার কাঁটা থেকে পালিয়োনা, যদি তুমি প্রেমের প্রত্যাশা করো, তবে আপন সত্তা থেকে হারিওনা।”

মৃত্যু নিয়ে রুমির কবিতা

মৃত্যু নিয়ে রুমির কবিতা। আপনারা যারা মাওলানা জালাল উদ্দিন রুমির ভক্ত রয়েছেন তারা নিশ্চয়ই তার গলা বিভিন্ন বাণী বা কবিতা পছন্দ করেন। অনেকেই আছেন যারা রুমির বিভিন্ন কবিতা খুঁজে থাকেন এবং সংগ্রহ করে রাখেন। এরইমধ্যে পাঠকের অন্যতম চাহিদা হচ্ছে মৃত্যু নিয়ে রুমের বিভিন্ন কবিতা। যা অনলাইনে সব সময় মানুষ খুঁজে থাকে। তাই আমরা চেষ্টা করেছি পোষ্টের এই অংশে মৃত্যু নিয়ে রুমির কিছু কবিতা আপনাদের সামনে উপস্থাপন করার জন্য। আশা করি আপনাদের ভালো লাগবে।

‘আমার যখন মৃত্যু আসবে’
– জালাল উদ্দিন মুহাম্মদ রুমি

‘আমার কফিন যখন নিয়ে যাবে
তুমি তখন এটা ভেবো না— আমি এ পৃথিবী থেকে হারিয়ে যাচ্ছি
চোখ থেকে অশ্রু ফেলো না
মুষড়ে যেও না গভীর অবসাদে কিংবা দুঃখে
আমি পড়ে যাচ্ছি না কোন অন্তর্হীন গভীর ভয়ংকর কুয়ায়!

দেখবে যখন আমার মৃতদেহ নিয়ে যাচ্ছে
তুমি কেঁদো না- আমি কোথাও যাচ্ছি না
আমি কেবল পৌঁছে যাচ্ছি অনন্ত প্রেমে।

মানুষ যখন আমাকে কবরে শোয়াবে
বিদায় বলো না আমাকে! কবর কেবল একটা পর্দা মাত্র
এটা পেরোলেই স্বর্গ।

তুমি কেবল দেখেছো আমাকে কবরে নামতে
এখন দেখো আমি জেগে উঠছি!
কিভাবে এটার শেষ হয় সেখানে
যখন সূর্য অস্তাচলে যায় কিংবা চাঁদ ডুবে?

এটা মনে হবে এখানেই শেষ
অথচ এটা অনেকটা সূর্য উঠার মত, এটা বরং সুপ্রভাত
যখনই কবর ঢেকে দেয়া হবে
ঠিক তখনই তোমার আত্মা আবার মুক্ত হবে।

তুমি কি কখনো দেখছো—
একটা বীজ মাটিতে রোপন করা হয়েছে
কিন্তু নতুনভাবে জন্মায়নি?
তাহলে তুমি কেন সন্দেহ করো!
মানুষ নামের একটা বীজ জাগবে না?

তুমি কি কখনো দেখেছো?
একটা বালতি কুয়ায় নামানো হয়েছে
অথচ এটা খালি ফিরে এসেছে?
তাহলে তুমি কেন আহাজারি করো!
একটা আত্মার জন্য

যখন এটা কুয়া থেকে উঠে আসে ইউনুসের মত!
তুমি শেষবার নৈঃশব্দে ডুববে
তোমার শব্দ ও আত্মা পৌঁছে যাবে এমন এক পৃথিবীতে
যেখানে কোন স্থান নেই, সময় বলে কিছু নেই!’

জালাল উদ্দিন রুমির বিখ্যাত বই

জালাল উদ্দিন রুমির বিখ্যাত বই সমূহ। হাজার হাজার পাঠক রয়েছেন যারা জালাল উদ্দিন রুমির বই পড়তে পছন্দ করেন। কিংবা তাঁর লেখা বই পড়ে শেষ করেছেন। আপনি যদি নতুন করে জালাল উদ্দিন রুমির বিখ্যাত বই সমুহ পড়তে শুরু করতে চান তাহলে আমাদের এখানে দেয়া হলো বিশেষ কিছু জনপ্রিয় বইয়ের লিস্ট। বিখ্যাত কিছু বই এর নাম এই লিস্টে দেয়া হলো।

  • মছনবী শরীফ
  • দেওয়ানে শামসে তাবরীয
  • মসনবী শরীফ
  • আমি অস্তিত্বশীল সত্বা নই
  • আমি পাথর হয়ে মরি আবার গাছ হয়ে জন্মাই।
  • মসনবীর গল্প
  • প্রণতি
  • দয়িতের কান্না

শেষ কথাঃ 
আমাদের আজকের পোস্টে জালাল উদ্দিন রুমি সম্পর্কে বিস্তারিত তুলে ধরা হয়েছে। যেসব বিষয় নিয়ে মানুষ বেশি খোজাখুজি করে থাকে সেসব তথ্য আমরা দেয়ার চেস্টা করেছি। আশা করি আপনাদের ভালো লেগেছে। সকল তথ্য অনলাইনের বিভিন্ন মাধ্যম থেকে নেয়া হয়েছে। এ বিষয়ে আপনাদের কোন মতামত থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন।

আরো দেখুনঃ

মৃত্যু নিয়ে ফেসবুক ক্যাপশন

শুভ রাত্রি স্ট্যাটাস, উক্তি, ছন্দ, বাণী,এসএমএস, ছবি এবং ক্যাপশন

মশা নিয়ে মজার ক্যাপশন

লোড শেডিং নিয়ে মজার স্ট্যাটাস, উক্তি, ছন্দ

ছাত্র জীবন নিয়ে উক্তি, ছন্দ, স্ট্যাটাস, বাণী এবং ক্যাপশন

একাকিত্ব নিয়ে স্ট্যাটাস, উক্তি, ছন্দ, বাণী, ছবি এবং ক্যাপশন

সমুদ্র নিয়ে ইসলামিক উক্তি, বাণী, ক্যাপশন এবং স্ট্যাটাস

চরিত্র নিয়ে উক্তি, ছন্দ, বাণী, স্ট্যাটাস এবং ক্যাপশন

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top