আজকে আমরা জানবো বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের অন্যতম একজন উইকেট রক্ষক ব্যাটসম্যান লিটন কুমার দাস এর সম্পদ সম্পর্কে। তারা শুনলাম লিটন কুমার দাস এবং ডাক নাম লিটন দাস। তিনি জন্মগ্রহণ করেন ১৯৯৪ সালের ১৩ অক্টোবর এবং বর্তমানে তার বয়স ২৮ বছর। লিটন দাস এর উচ্চতা ৫ ফুট ৯ ইঞ্চি এবং ওজন ৬৭ কেজির আশেপাশে।-Litton Das Koto Takar Malik
লিটন কুমার দাস বর্তমানে ব্যপক জনপ্রিয় একজন ওপেনার। সম্প্রতি তিনি ভারতের বিপক্ষে বাংলাদেশের হয়ে অনেক ভালো পারর্ফোম করেছেন। এই আইপিএল এ তার বেশ কদর লক্ষ করা গেছে। ওপেনার হিসেবে তিনি ভরসার এক নতুন নাম। আমাদের আজকের পোস্টে লিটন কুমার দাস কত টাকার মালিক এবং তার বাৎসরিক ইনকাম সম্পর্কে বিস্তারিত ধারণা দেয়া হয়েছে।
লিটন দাস কত টাকার মালিক
পেশা | ক্রিকেটার |
মোট সম্পদ | ৩৩ কোটি টাকা |
মাসিক ইনকাম | ৪০ লক্ষ টাকা |
বাৎসরিক আয় | ৫ কোটি টাকা |
জন্মস্থান | দিনাজপুর |
তিনি বাংলাদেশের দিনাজপুর জেলায় জন্মগ্রহণ করেন এবং রিলিজিয়ন হচ্ছে হিন্দু ধর্ম। তার শিক্ষা জীবনের কলেজ ছিল আমেরিকান বাংলাদেশ বিশ্ববিদ্যালয়। তিনি বিবিএ সম্পন্ন করেন। বাংলাদেশ জাতীয় দলের হয়ে তিনি ২০১৫ সালের জুন মাসে অভিষেক করেন। তিনি বিবাহিত এবং তার স্ত্রীর নাম দেবশ্রী বিশ্বাস সঞ্চিতা। লিটন কুমার দাস এর বাংলাদেশি টাকায় বেতন এক লক্ষ টাকা। লিটন দাস একজন ডান হাতে ব্যাটসম্যান এবং উইকেট কিপার হিসেবে পরিচিত।
আরো দেখুনঃ
- এবাদত হোসেন কত টাকার মালিক
- তাইজুল ইসলাম কত টাকার মালিক
- এনামুল হক বিজয় কত টাকার মালিক
- আফিফ হোসেন কত টাকার মালিক
- মহেন্দ্র সিং ধোনি কত টাকার মালিক
- তারেক জিয়া কত টাকার মালিক
- ওবায়দুল কাদের কত টাকার মালিক
- মার্ক জাকারবার্গ কত টাকার মালিক
- সালমান এফ রহমান কত টাকার মালিক