দেশের সবচেয়ে বড় নেটওয়ার্ক অপারেটর গ্রামীন সিম দিচ্ছে ফ্রী ইন্টারনেট সুবিধা। শুক্র ও শনিবার ৯ এবং ১০ আগস্ট এই ফ্রী ইন্টারনেট ব্যবহার করার সুযোগ থাকছে।
কোনো প্রকার রিচার্জ করতে হবে না। গ্রামীন সিমের সকল কাস্টোমার এই ইন্টারনেট ব্যবহার করতে পারবেন। এই দুইদিন সকাল ৬ টা থেকে সন্ধ্যা ৬ টা পর্যন্ত ব্যবহার করা যাবে এই ফ্রী ইন্টারনেট।
আপনার সিম এ যদি অলরেডী কোনো ডাটা প্যাক থেকে থাকে তাহলে মাই জিপি এপ এ গিয়ে সেটী বন্ধ করে ফ্রী ডাটা ব্যবহার করতে পারবেন। আনলিমিটেড এই ডাটা জিপির পখ হতে সবাইকে দেয়া হচ্ছে।
- ফ্রী চালাতে মোবাইলের এয়ারপ্লেন মুড অন করে আবার অফ করুন।
- এরপর ডাটা কানেক্ট করে ব্যবহার করুন আপনার ফ্রী ডাটা।
- ফ্রী চালাতে কোনো সমস্যা হলে আমাদের কমেন্ট করে সমস্যার কথা জানান।
শুক্রবার ভোর এ জিপির অফিশিয়াল ফেসবুক পেজ থেকে এই বিজ্ঞপ্তি দেয়া হয়। এর আগে দেশের পরিস্থিতি বিবেচনায় ইন্টারনেট বন্ধ থাকায় গ্রাহক দের ক্রয় কৃত ডাটা চালাতে পারেন নি জিপির গ্রাহক গণ।
তাই জিপির সকল কাস্টোমার বা স্কিটো সিমের সকল গ্রাহক এই সুবিধা টি ভোগ করতে পারবেন। পোস্ট টি শেয়ার করে সবাইকে ফ্রী ইন্টারনেট ব্যবহার এর সুযোগ করে দিন।