eid mubarak

ঈদ মোবারক ২০২৩ – শুভেচ্ছা, উক্তি, মেসেজ এবং ছন্দ

ঈদ মোবারক ২০২৩। ঈদ মোবারক, ঈদ মোবারক, ঈদ মোবারক। বছর ঘুরে এলো পবিত্র ঈদুল ফিতর। একটি মাস সিয়াম সাধনার পর ঈদ আমাদের জন্য আনন্দ নিয়ে এসেছে। মুসলিম উম্মার ঘরে ঘরে যেন আনন্দ বয়ে যাচ্ছে। ঈদ মোবারক উক্তি মেসেজ এবং ঈদের শুভেচ্ছা পোস্ট আমাদের এখানে দেখুন। ঈদ মোবারক এই বছর নতুন ভাবে সবাইকে জানিয়ে দিন। সুন্দর কিছু ছন্দের মাধ্যমে সবাইকে ঈদ মোবারক উইশ করুন। ঈদ মোবারক জানাতে হলে আমাদের ওয়েবসাইটে লক্ষ্য করুন।

ঈদ মোবারক ২০২৩

ঈদ মোবারক ২০২৩। এই বছর পছন্দের মানুষকে ঈদ মোবারক জানান আমাদের এখান থেকে উক্তি নিয়ে। ঈদ মোবারক জানাতে হলে আমাদের পোষ্টের এই অংশে লক্ষ্য করুন। এখানে কিছু ঈদ মোবারক সম্পর্কিত বিশেষ লাইন পেয়ে যাবেন। যেগুলো দিয়ে আপনি যে কাউকে ঈদ মোবারক জানাতে পারবেন। ছোট বড় সবাইকে ঈদ মোবারক জানান আমাদের এখান থেকে দুটি লাইন নিয়ে। তাই দেরি না করে এখনি সবাইকে জানান “ঈদ মোবারক”।

ঈদ” মানে খুশী’ গরুর গলায় রশী’ শীতের শর্দি কাসি’ আবার হুজুরের মুখে হাসি’
তবুও ঈদ” ভালোবাসি’ তাই সবাইকে ঈদমোবারক জানিয়ে এবার আমি আসি!

নতুন চাঁদের আগমনে, সাড়া জাগলো এ মনে,
ঈদ এলো পবিত্র দিনে, দুঃখ বেদনা ভুলে গিয়ে,
এনজয় করো ইদের দিনে , দাওয়াত দিলাম তোমার তরে,
পারলে এসো আমার ঘরে, ঈদ মোবারাক

আকাশ এ ঊঠেছে নতুন চাঁদ
দিলাম তোমায় ঈদ এর দাওয়াত”
দাওয়াত দিলাম আসবে বলে,
না আসলে আনব ধরে”
তাতেও যদি না আসতে চাও ,
সময় দিয়ে  ঈদ মুবারক জানাও

eid mubarak picture

ঈদের শুভেচ্ছা জানাই তোমাকে,
অনেক বেশি খুশি ঘিরে রাখুক তোমাকে,
সব আপনজনের মায়া মাতিয়ে রাখুক তোমাকে,
শুধু যখন সালামি পাবে মনে করিও আমাকে

ঈদ মোবারক শুভেচ্ছা

ঈদ মোবারক শুভেচ্ছা। ঈদ মোবারক শুভেচ্ছা জানাতে হলে এখানে দেখুন। আমরা আপনাদের জন্য রেখেছি ভালো কিছু ঈদ মোবারক শুভেচ্ছা। এসব ঈদ মোবারক শুভেচ্ছা আপনি সবার সাথে শেয়ার করতে পারবেন সহজেই। ঈদ মোবারক শুভেচ্ছা মেসেজ উক্তি ইত্যাদি পেতে হলে সম্পূর্ণ পোস্টটি পড়ুন। আশা করি এখানে আপনার মনের মত কিছুই ঈদ মোবারক শুভেচ্ছা খুজে পাবেন। চেষ্টা করেছি অনেকগুলো ঈদ মোবারক শুভেচ্ছা উপস্থাপন করার।

ও চাঁদ তুমি কি খুশী নিয়ে এলে ?
খুশীর আভাসে আজ পৃথিবী দোলে,
তোমার জন্য ছিলো কত অপেক্ষা
তাই বুঝি দিয়ে এক বছর পর দেখা ।
 ঈদ মোবারাক

হে আল্লাহ!! সর্বদা আমাদের উপর আপনার রহমত রাখুন
এবং আমাদের সঠিক পথে পরিচালিত করুন

মন চাই কারো সাথে কথা বলি মন প্রিয়জনকে স্মরণ করি।
ঈদ মোবারক বলার সিদ্ধান্ত যখন দিলাম ভাবলাম তোমাকে দিয়েই শুরু করি

ঈদ নিয়ে আসুক আনন্দ আর
সুখ মুছে যাক সব বিষন্নতা আর দুখ

eid mubarak ukti

ঈদ মোবারক জানিয়ে খুদে বার্তা

ঈদ মোবারক জানিয়ে খুদে বার্তা। ঈদ মোবারক আমরা সবাই সবাইকে জানিয়ে থাকি। আজকের পোস্টে এই ঈদ মোবারক সম্পর্কে বিশেষ কিছু খুদেবার্তা উপস্থাপন করা হয়েছে। ঈদ মোবারক জানিয়ে খুজে বার্তা আপনি ছোট বড় সবাইকে শেয়ার করতে পারবেন। বার্তা হিসেবে প্রেরণ করার জন্য এসব ঈদ মোবারক সম্পর্কিত লাইন আপনি সহজেই ব্যবহার করতে পারেন।

নীল আকাশে ঈদ-এর চাঁদ, ঈদের আগে চাঁদনী রাত।
ঈদ হল খুশির দিন, দাওয়াত রইলো ঈদের দিন।
ভালো থেকো সীমাহীন, ঈদ-এর দিন টা তোমার হোক রঙিন
ঈদ মুবারক

যারা ছুটি উদযাপন করছেন তাদের সবাইকে ঈদের শুভেচ্ছা।
আপনার প্রার্থনায় আমাকে মনে রাখবেন. ঈদুল ফিতরের শুভেচ্ছা!

ঈদ এলো মুছে যাক গ্লানি ঘুচে যাক
জরা পূর্ণতায় ভরে উঠুক এই সুখের দিন

অগ্রিম ঈদের শুভেচ্ছা ও অভিনন্দন
ঈদ বয়ে আনুক সবার জীবনে অসীম সুখ ও আনন্দ
সকলকে ঈদ মোবারক।

ঈদ মোবারক উক্তি

ঈদ মোবারক উক্তি। ভালো কিছু উক্তি দেখতে হলে এখানে লক্ষ্য করুন। আমাদের ওয়েবসাইটে ঈদ সম্পর্কিত হাজারো উক্তি তুলে ধরা হয়েছে। বিখ্যাত সকল ব্যক্তিবর্গের ভালো কিছু উক্তি এখানে পেয়ে যাবেন। আমরা চেষ্টা করেছি এবছর সেরা সব উক্তি ধারা আমাদের ওয়েবসাইট সাজাতে। তাই দেরি না করে এখনই দেখুন ঈদ মোবারক উক্তি।

দুরের মানুষ আসুক কাছে
কাছের জন থাকুক পাশে
মন ছুটে যাক মনের টানে
নয়া চান্দের আগমনে
ঈদ কাটুল খুশী মনে
ঈদ মোবারাক

ঈদ-উল-ফিতর আনন্দ এবং আনন্দের দিন, এটি আশীর্বাদ এবং সম্প্রীতির দিন,
এটি চিন্তা করার এবং বিবেচনা করার একটি দিন এবং
এটি পরিবার এবং বন্ধুদের সাথে আনন্দ করার দিন! শুভ ঈদ মোবারক!

ঈদের এই খুশীর দিনে, তোমায় পড়ে মনে,
তুমি কাছে এলে দুঃখ যাই সব ভুলে,
তুমি দূরে গেলে কষ্ট গুলো বাড়ে ,
তাইতো তোমায় রেখেছি আমার মনের একটি কোনে ।
ঈদ মোবারাক

ঈদ মোবারক মেসেজ

ঈদ মোবারক মেসেজ। ঈদ মোবারক মেসেজ দেখুন আমাদের ওয়েবসাইটে। আমরা আপনাদের জন্য রেখেছি ভালো কিছু ঈদ মোবারক মেসেজ। আপনি চাইলেই এখান থেকে পছন্দের কিছু ঈদ মোবারক মেসেজ দেখে নিতে পারেন। ঈদ মোবারক সম্পর্কিত বিশেষ কিছু মেসেজ আমাদের এই ওয়েবসাইটে সংযুক্ত করা হয়েছে। এসব মেসেজ আপনি যে কারো সাথে বিনিময় করতে পারেন।

eid mubarak message

তোর ইচ্ছাগুলো উড়ে বেড়াক পাখনা দুটি মেলে, দিনগুলি তোর যাকনা কেটে এমনি হেসে খেলে
অপূর্ণ না থাকে যেন তোর কোন সুখ, এই কামনায় ঈদ মোবারক।

আনন্দের এই সময় গুলো, কাটুক থেমে থেমে
বছর জুড়ে তোমার তরে, ঈদ আসুক নেমে । “ঈদ মোবারাক“

আকাশে উঠেছে নতুন চাঁদ,
দিলাম তোমায় ইদের দাওয়াত,
দাওয়াত দিলাম আসবে বলে,
না আসলে আনবো ধরে,
তাতেও যদি না আসতে চাও,
এসএমএস দিয়ে ঈদ মোবারাক জানাও

ঈদ মোবারক ছন্দ

ঈদ মোবারক ছন্দছন্দের জগতে আপনাকে অভিনন্দনঈদ মোবারক নিয়ে ভালো কিছু সুন্দর দেখুন আমাদের ওয়েবসাইটে। ছন্দ এসব নতুন ভাবে আপনাদের জন্য ডিজাইন করা হয়েছে। তাই তাই পোস্টের একদম শেষ অংশে রইল ঈদ মোবারক ছন্দ। আশা করি আপনাদের ভাল লাগবে।

ইচ্ছে করে বলতে তোমায় সত্যি ভালোবাসি,
বলতাম ঠিকই থাকলে তুমি আমার পাশাপাশি।
কোন দূরেতে আছিস বন্ধু আয়না আমার কাছে,
আজকের দিনে তোকে আমার পরছে খুব মনে।
ঈদ মোবারক।

রেখেছ কি ঈদের খবর,
আজকে নাকি ঈদুল ফিতর ,
সাজঁবে তুমি,সাজবো আমি,
সাজঁবে তোমার বাড়ী,
দরজা খুলে নাস্তা বেরে রেখো
আমি আসতে পারি

পড়েছে আজ চাঁদের নজর,
তাইতো পেলাম ঈদের খবর,
হাসছে চাঁদ আজ জুড়ে আকাশ,
সবাই পেলো ঈদের বাতাস,
সবাইকে ঈদের শুভেচ্ছা ।
ঈদ মোবারাক

আরো দেখুনঃ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top