ঈদের শুভেচ্ছা জানিয়ে খুদেবার্তা। ঈদের শুভেচ্ছা এসএমএস বানী কবিতা ক্যাপশন ইত্যাদি দেখতে হলে আমাদের এই পোস্টে চোখ রাখুন। ঈদের শুভেচ্ছা আমাদের সকলেরই কাম্য। আমরা ঈদের শুভেচ্ছা বিভিন্ন ভাবে জানিয়ে থাকি। পোস্টে ঈদের শুভেচ্ছা এসএমএস দেয়া হয়েছে। ঈদের শুভেচ্ছা জানাতে হলে এই অংশে চোখ রাখুন। আমরা চেষ্টা করেছি ঈদের শুভেচ্ছা জানিয়ে খোদে বার্তা দেয়ার মত কিছু লাইন তুলে ধরার। নিচে ঈদের শুভেচ্ছা বার্তা এর বিস্তারিত তুলে ধরা হলো।
ঈদের শুভেচ্ছা ২০২৩
ঈদের শুভেচ্ছা ২০২৩। এ বছর যমকালো আয়োজনের মধ্য দিয়ে পালিত হচ্ছে পবিত্র ঈদুল ফিতর। আর এই ঈদের শুভেচ্ছা আমাদের ঈদ পালনের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অংশ। পরিচিত অপরিচিত অসংখ্য মানুষকে আমরা ঈদের শুভেচ্ছা জানিয়ে থাকি অনলাইন কিংবা অফলাইনে। ঈদের শুভেচ্ছা জানাতে হলে আমাদের এই ওয়েবসাইটে লক্ষ্য করুন। আশা করি এখানে সকল প্রকার শুভেচ্ছা বার্তা পেয়ে যাবেন।
রিমঝিম এই বৃষ্টিতে, ঈদ কাটাবো সৃষ্টিতে. খুশির হাওয়া লাগলো মনে,
নাচবে খুকি ক্ষণে ক্ষণে সাজবে সবায় নতুন পোশাক,
ঈদ যেন সারা জীবন রয়ে যাক “ঈদ মোবারক”
ঈদ আনে বস্তা ভর্তি খুশি, তাই তুমি খেয়ো পেট পুরে পোলাও আর খাশি।
তাই বলে ঈদ কখনো হবে না বাসি, ঈদ মোবারক
যেদিন দেখব ঈদের চাঁদ খুশি মনে থাকবে সেদিন রাত।
নতুন সাজে সাজে সেদিন সেদিন হলো ঈদের দিন আনন্দে কাটুক সারা দিন।
সোনালি সকাল, রোদেলা দুপুর,
পরন্ত বিকেল, গুধোলী সন্ধা, চাদণি রাত।
সব রঙ্গে রাঙ্গিয়ে থাক
আপনার সারাটি বছর, সারাটি জীবন।
এই কামনায় “ঈদ মোবারাক
ঈদের শুভেচ্ছা জানিয়ে খুদে বার্তা
ঈদের শুভেচ্ছা জানিয়ে খুদে বার্তা। ঈদের শুভেচ্ছা জানিয়ে কাউকে খুঁজে বার্তা প্রেরণ করার আগে আমাদের এখান থেকে দুটি লাইন নিয়ে নিন। খুদেবার্তায় দেয়ার মত এরকম বিশেষ কিছু লাইন এখানে উপস্থাপন করা হয়েছে। ঈদের শুভেচ্ছা জানিয়ে খুদেবার্তা পাঠানোর জন্য এসব লাইন আপনার কাজে লাগবে আশা করি। ভালো লাগলে অবশ্যই ঈদের শুভেচ্ছা জানিয়ে খুজে বার্তা বন্ধুদের সাথে শেয়ার করবেন।
বলছি আমি আমার কথা,
ঈদে থাকবে নাকো মনের ব্যাথা,
আমার জীবনে অনেক চাওয়া,
ঈদ থেকে সব পাওয়া,
ঈদের প্রতি তাই এত্ত ভালোবাসা, ঈদ মোবারক
আমি মহান আল্লাহ আপনাকে সুখ
এবং অনুগ্রহে আশীর্বাদ কামনা করি
কিছু কথা না বলাই থেকে যায় এবং কিছু ভাষা বর্ণহীন হয়।
তবে ঈদে দিন সব প্রাণ খুলে বলা যায়
এসো প্রাণ খুলে আর সবাই বলি ঈদ মোবারক
মুসলিমদের জন্য বছরে দুটি হচ্ছে
সবচেয়ে বড় আনন্দের দিন তা হচ্ছে ঈদ মোবারক।
ঈদের শুভেচ্ছা বাণী
ঈদের শুভেচ্ছা বাণী। ঈদের শুভেচ্ছা বাণী আমরা সবাই শেয়ার করতে ভালোবাসি। প্রিয়জন বন্ধু-বান্ধব অফিসের কলিগ সবাইকেই আমরা শুভেচ্ছা বাণী প্রেরণ করে থাকি। তাই সুন্দর একটি শুভেচ্ছা বাণী দেখতে হলে এখানে ভালোভাবে লক্ষ্য করুন। আশা করি আপনার পছন্দের শুভেচ্ছা বাণী আমাদের এখানেই পেয়ে যাবেন।
স্বপ্ন গুলো সত্যি হোক, সকল আশা পুরনো হোক।
দু:খ দুরে যাক, সুখে জীবন ভরে যাক।
জীবনটা হোক ধন্য, ঈদ মোবারাক তোমার জন্য। ঈদ মোবারাক
এই দিনটি আপনাকে ভালবাসা, সুখ,
সম্প্রীতি এবং উপভোগ ছাড়া আর কিছুই না আনুক।
আপনাদের সবাইকে জানাই ঈদ মোবারক!
ঈদ মানে খুসি, ঈদ মানে আনন্দ,
ঈদ আসে ভুলিয়ে দিতে সকল বিভেদ দ্বন্দ্ব,
ঈদ মানে ভুলে যাওয়া যতো দুঃখ ভয়,
ঈদের মত তোমার জীবন টা হোক দীপ্তিময় ।
* ঈদ মোবারাক
শত প্রতিকূলতার মাঝেও সকলের
জীবনে ঈদ বয়ে আনুক নির্মল আনন্দ
সবাইকে ঈদের অগ্রিম শুভেচ্ছা
ঈদের শুভেচ্ছা কবিতা
ঈদের শুভেচ্ছা কবিতা দেখতে হলে আমাদের ওয়েবসাইটে ফলো করুন। আমরা সুন্দর কিছু কবিতার লাইন মেলে ধরেছি এই পোষ্টের মাধ্যমে। কবিতার তালে তালে ঈদের শুভেচ্ছা জানাতে হলে এখানেই চোখ রাখুন। আপনাদের জন্য থাকছে স্পেশাল ঈদের শুভেচ্ছা কবিতা। অত্যন্ত চমৎকার এসব কবিতার লাইন ঈদ উপলক্ষে আপনি ব্যবহার করতে পারবেন।
রিমঝিম এই বৃষ্টিতে,
ঈদ কাটাবো সৃষ্টিতে. খুশির হাওয়া লাগলো মনে,
নাচবে খুকি ক্ষণে ক্ষণে সাজবে সবায় নতুন পোশাক,
ঈদ যেন সারা জীবন রয়ে যাক । ঈদ মোবারক
শুভ সকাল, শুভ দিন,
রাত পেরূলেই ঈদের দিন।
উপভোগ করবে তুমি ঈদের দিন,
ঈদ পাবে না তুমি বন্ধু প্রতিদিন,
দাওয়াত দিলাম তোমায় ঈদের দিন।
ঈদ মোবারক
মেঘলা আকাশ মেঘলা দিন,
ইদের বাকি এক দিন,
আসবে সবার খুশীর দিন,
কাপর চোপড় কিনে নিন,
গরিব দুঃখীর খবর নিন,
দাওয়াত রইলো ইদের দিন ।
ঈদ মোবারাক
ঈদের শুভেচ্ছা এসএমএস
ঈদের শুভেচ্ছা এসএমএস। এসএমএস জানিয়ে প্রিয় জনকে ঈদের শুভেচ্ছা জানান। এসএমএস এর জন্য আমাদের এখানে থাকছে সেরা কিছু লাইন। আপনি চাইলেই এখান থেকে কপি করে আপনার প্রয়োজনীয় ঈদের শুভেচ্ছা এসএমএস নিয়ে নিতে পারেন। ভালো একটি এসএমএস দেখতে হলে প্রশ্নের এই অংশে নজর দিন। অবশ্যই ঈদের শুভেচ্ছা এসএমএস এখান থেকে নিয়ে নিন।
আনন্দের এই সময় গুলো, কাটুক থেমে থেমে
বছর জুড়ে তোমার তরে, ঈদ আসুক নেমে
“ঈদ মোবারক”
সারা দেশে চলছে ঈদের উত্সব । ঈদ মানে আনন্দ, ঈদ মানে খুশি ।
ঈদ মানে হাজার কষ্টের মাঝেও একটুখানি হাসি । ঈদ মোবারাক
সোনালি সকাল, রোদেলা দুপুর
পড়ন্ত বিকেল, গোধূলি সন্ধ্যা
চাঁদনী রাত, সব রঙ্গে রাঙ্গিয়ে যাক-
তোমার সারাটা বছর, এই কামনায় জানাই-
-ঈদ মোবারাক-
ঈদের শুভেচ্ছা ক্যাপশন
ঈদের শুভেচ্ছা ক্যাপশন। ভালো একটি ক্যাপশন আপনার স্ট্যাটাসের গুরুত্ব অনেক বৃদ্ধি করে দিয়ে থাকে। কেননা ক্যাপশনের মাধ্যমে ছবির মুহূর্ত ফুটে ওঠে। তাই মনমুগ্ধকর স্মৃতি হিসেবে ঈদের শুভেচ্ছা ক্যাপশন শেয়ার করুন দেখেশুনে। আমাদের ওয়েবসাইটে আপনি পাচ্ছেন ঈদ সম্পর্কিত হাজারো ক্যাপশন।
তোমার জন্য সকাল-দুপুর, তোমার জন্য সন্ধ্যা,
তোমার জন্য সকল গোলাপ ও রজনীগন্ধা।
তোমার জন্য সব সুর, তোমার জন্য ছন্দ,
এই ঈদ আনুক অনাবিল আনন্দ।
ঈদের দাওয়াত তোমার তরে,
আসবে তুমি আমার ঘরে।
কবুল করো আমার দাওয়াত,
না করলে পাবো আঘাত।
তখন কিন্তু দেবো আড়ি,
যাবো না আর তোমার বাড়ি
চিঠি দিয়ে নয় “ফুল দিয়ে নয়”
কার্ড দিয়ে নয় “কল দিয়ে নয়”
মনের গহীন থেকে মিষ্টি SmS দিয়ে
জানাই সবাই কে “অগ্রিম ঈদের শুভেচছা”
ঈদ মোবারক
আরো দেখুনঃ
- ঈদের ফানি কবিতা, ছন্দ, স্ট্যাটাস, উক্তি এবং ছবি
- ঈদের শুভেচ্ছা ২০২৩- বাণী, কবিতা, এসএমএস এবং ক্যাপশন
- ঈদ মোবারক ২০২৩ – শুভেচ্ছা, উক্তি, মেসেজ এবং ছন্দ
- ঈদ নিয়ে উক্তি, স্ট্যাটাস, ছন্দ, বাণী, কবিতা এবং ক্যাপশন
- ঈদুল ফিতর নিয়ে উক্তি, স্ট্যাটাস, ছন্দ, কবিতা এবং ক্যাপশন
- ঈদ মোবারক পিকচার ২০২৩ – ফুল এইচডি ছবি