eid funny status

ঈদের ফানি কবিতা, ছন্দ, স্ট্যাটাস, উক্তি এবং ছবি

ঈদের ফানি কবিতা ছন্দ স্ট্যাটাস উক্তি এবং ছবি দেখুন আমাদের এখানে। মজাদার কিছু ঈদের শুভেচ্ছা কবিতা পেতে হলে আমাদের এই পোস্টে ভালোভাবে লক্ষ্য করুন। ঈদের ফানি কবিতা আমরা উপস্থাপন করেছি। এসব কবিতার লাইন আপনাদের ভালো লাগবে এবং অবশ্যই উপভোগ করতে পারবেন। তাই পছন্দের দুটি লাইন সবার সাথে শেয়ার করুন এবং সবাইকে দেখার সুযোগ করে দিন।

ঈদের ফানি ছন্দ দেখতে হলে সম্পূর্ণ পোস্ট টি ভালোভাবে লক্ষ করুন। আমরা চেস্টা করেছি আপনার জন্য চমকার সকল ঈদের ক্যাপশন ফানি কবিতা ইত্যাদি উপস্থাপন করার। তাই দেরি না করে এখনি ভালো একটি মজাদার ঈদ শুভেচ্ছা জানিয়ে দিন আপনার বন্ধুদের। এখান থেকেই পেয়ে যাবেন আশা করি। এছাড়া ঈদ নিয়ে আরো কিছু স্ট্যাটাস এবং কবিতা সহ অন্যান্য সবকিছুই আমাদের এখানে প্রকাশ করা হয়েছে। এগুলো আপনার ভালো লাগবে আশা করি।

ঈদের ফানি কবিতা ২০২৪

পোস্টের একদম শুরুতেই আপনাদের জন্য থাকছে ঈদের ফানি কবিতা সমূহ। ভালো দুটি কবিতা পেতে হলে এখানে দেখুন। এখান থেকে বেছে নিয়ে আপনার পছন্দের কবিতাটি সবার সাথে শেয়ার করুন। এছাড়া বিভিন্ন চ্যাট গ্রুপে আপনি এসব কবিতা সবাইকে দেখাতে পারেন। আমরা চেষ্টা করেছি আপনাদের জন্য ঈদের ফানি কবিতা সাজানোর।

ঈদের দাওয়াত রইলো আমাদের বাড়িতে
মিস্টি আনতে হবে কিন্তু হাড়িতে 

ঈদ আনে বস্তা ভর্তি খুশি, তাই তুমি খেয়ো পেট পুরে পোলাও আর খাশি।
তাই বলে ঈদ কখনো হবে না বাসি, ঈদ মোবারক।

eid ul fitr caption

ঈদ কার্ড দিতে পারলাম না
তুমি দূরে বলে
মুখে বলতে পারলাম না
নাম্বার নাই বলে,
তাই তোমাকে বলছি সুন্দর হোক
তোমার ঈদের দিন,
দাওয়াত রইলো অগ্রিম

হাঁসের ডিম মুরগির ডিম। দেখা হবে ঈদের দিন।
ঈদ মানে আনন্দ ‘ঈদ মানে খুশি’।
ঈদের দাওয়াত না দিলে মারবো একটা ঘুষি! ঈদ মোবারক

দুরের মানুষ আসুক কাছে
কাছের জন থাকুক পাশে
মন ছুটে যাক মনের টানে
নয়া চান্দের আগমনে
ঈদ কাটুল খুশী মনে
 ঈদ মোবারাক

Eid funny photo

ঈদের হাসির উক্তি ২০২৪

ঈদের হাসির উক্তি। হাস্যকর কিছু ঈদ সম্পর্কিত উক্তি দেখুন এখানে। আপনি চাইলেই ঈদের কিছু হাসির উ ক্তি পেয়ে যাবেন আমাদের ওয়েবসাইটে। ঈদের হাসির উক্তি কেবল আমরাই প্রকাশ করেছি আপনার জন্য অন্যভাবে। এসব ঈদের হাসির উক্তি দেখতে হলে সম্পূর্ণ পোস্টটি মনোযোগ সহকারে পড়ুন। আশা করি আপনার মনের মত উক্তিটি পেয়ে যাবেন।

আসতে হবে এবার ঈদে, দিতে হবে সালামি
নইলে কিন্তু খবর করে ছাড়বো আমি 

হাসি খুশি রাশি রাশি
আজ দুখ নিয়েছে বিদায়
সব বেতা ভুলে গিয়ে
বুকেতে বুক মিলাউ
আজ আনন্দ প্রতি প্রাণে প্রাণে

ও চাঁদ তুমি কি খুশী নিয়ে এলে ?
খুশীর আভাসে আজ পৃথিবী দোলে,
তোমার জন্য ছিলো কত অপেক্ষা
তাই বুঝি দিয়ে এক বছর পর দেখা ।
””” ঈদ মোবারাক

ঈদের শুভেচ্ছা জানাই সবাইকে।
আল্লাহ তোমাদের সকলকে আনন্দ এবং সুখ দান করুক।

ঈদ মানে আকাশে নতুন চাঁদ ঈদ মানে নতুন কিছু চাওয়া পাওয়ার সাধ
ঈদ মানে মেহেদি রাঙ্গা হাত ঈদ মানে আমার বাড়িতে তোমার দাওয়াত ।ঈদ মোবারাক

ঈদের ফানি ছন্দ ২০২৪

ঈদের ফানি ছন্দছন্দে ছন্দে হারিয়ে যেতে হলে ঈদের ফানি ছন্দ গুলো সবার সাথে শেয়ার করুন। গুরুত্বপূর্ণ ছন্দের পাশাপাশি ঈদের ফানি ছন্দ অনেকের সাথে শেয়ার করা যায়। তাই ফানি কিছু সুন্দর দেখুন এই ঈদে এবং সবার সাথে উপভোগ করুন। নিচে আপনার জন্য রইল ঈদের ফানি ছন্দ সমূহ।

১। ঈদের আনন্দে মনটা আজি ভরে, নতুন জামাকাপড়ে সাজো সাজো রে।

গরুর মাংস খেতে মনটা হু হু করে, বন্ধু-বান্ধবদের সাথে আড্ডা দেওয়ার দিন এরে।

২। চাঁদ দেখার পর ঈদের আনন্দ, নতুন জামাকাপড়ে সাজো সাজো বন্ধু।

সকালে সেলামী, বিকেলে খাওয়া-দাওয়া, রাতে আলোকসজ্জায় আকাশ ঝলমল করে।

৩। ঈদের দিন সবাই করে আনন্দ, বড়রা বাচ্চাদের দেয় ঈদি হিসেবে টাকা।

নতুন জামাকাপড়ে সাজো সাজো সবাই, ঈদের শুভেচ্ছা জানাই সকলকে।

৪। ঈদের দিন সবাই করে খাওয়া-দাওয়া, গরুর মাংস, বিরিয়ানি, ইলিশ মাছ।

মিষ্টি খেয়ে মনটা হয়ে যায় মিষ্টি, ঈদের আনন্দে সবাই হয়ে যায় পুলকিত।

৫। ঈদের দিন সবাই করে আলিঙ্গন, ভুলে যায় সব ঝগড়া, বিবাদ।

সকলে মিলে করে ঈদের উদযাপন, ঈদের আনন্দে সবাই হয়ে যায় আনন্দিত।

৬। ঈদের দিন সবাই করে ঈদগাহে যাত্রা, নামাজ পড়ে করে আল্লাহর কাছে প্রার্থনা।

ঈদের আনন্দে সবাই হয়ে যায় মুগ্ধ, ঈদের শুভেচ্ছা জানাই সকলকে।

ঈদের ফানি ছন্দ

ছন্দে ছন্দে দিলাম ঈদের দাওয়াত
রইলো অনেক শুভকামনা
এবার কিন্তু ঈদে না আসলে চলবে না 

বন্ধু তুমি অনেক দূরে, তাই তোমার কথা মনে পরে,
সুন্দর এই সময় কাটুক খুশিতে, সব কষ্ট ভুলে যেও আপনজনের হাসিতে,
“ঈদ মোবারক”

আপনি প্রতিদিন জ্ঞানী এবং আরও কমনীয় হয়ে উঠতে থাকুন!
এই ঈদ আপনার হৃদয়ে এবং আপনার পরিবারের জন্য সুখ বয়ে আনুক।
ঈদুল ফিতর মোবারক!

ঈদ মুবারক। সকলের জীবন সুখের সাথে ভরা থাকুক।
আল্লাহ তোমাদের সকলকে সুখ ও সমৃদ্ধি দান করুক।

ঈদমানে আঁকাশে নতুন চাঁদ। ঈদ মানে নতুন চাওয়া পাওয়ার স্বাদ।
ঈদ মানে মেহেদী রাঙা হাত।ঈদমানে আমার বাড়ীতে তোমার দাওয়াত।
অগ্রিম ঈদের শুভেচ্ছা।

ঈদের ফানি ছবি ২০২৪

ঈদের ফানি ছবি। ছবিতে ঈদের ফান করতে হলে এখানে দেখুন আপনার মনের মত কিছু ছবি। আমরা চেষ্টা করেছি আপনার জন্য ঈদ উপলক্ষে ফানি কিছু ছবি তৈরি করার। আশা করি এসব ফানি ছবি আপনার ভালো লাগবে এবং সবার সামনে তুলে ধরতে পারবেন

ঈদের ফানি ছবি দেখুন টপ ফ্যাক্ট ওয়েবসাইট এ
আর ইনজয় করুন এবার ঈদে 

লাল শাড়ি পরে হাতে চুড়ি দিয়ে.. ঘুরবে যখন
রিক্সায়,, পাশে কিন্তুু নিও আমায়
ঈদ মোবারক

আল্লাহ তোমাদের সকলকে ঈদের সময়
সুখ এবং আনন্দ দান করুক। ঈদ মুবারক!

আপনার সকলের ঈদ মুবারক হোক।
ঈদের আনন্দ এবং সুখের একটি সুন্দর দিন হোক

ঈদের ফানি স্ট্যাটাস ২০২৪

ঈদের ফানি স্ট্যাটাসস্ট্যাটাস দিতে হলে ফানি স্ট্যাটাস দিন। তাহলে বন্ধু-বান্ধব সবার মনোরঞ্জন হয়ে যাবে। এই ঈদের ফানি স্ট্যাটাস কালেকশন পেতে হলে এখানে লক্ষ্য করুন। আমরা ঈদের ফানি স্ট্যাটাস তুলে ধরেছি। ঈদের ফানি স্ট্যাটাস কেবলমাত্র আমাদের এখানে দেখতে পাবেন। দেরি না করে এখনই কিছু ফানি স্ট্যাটাস নিয়ে নিন।

eid funny ukti

ঈদের সালামি দিন বিকাশে
দাওয়াত রইলো আকাশে 

ঈদ কার্ড দিতে পারলাম না
তুমি দূরে বলে
মুখে বলতে পারলাম না
নাম্বার নাই বলে,
তাই তোমাকে বলছি সুন্দর হোক
তোমার ঈদের দিন,
দাওয়াত রইলো অগ্রিম

ঈদ হল আনন্দের একটি দিন।
ঈদ মুবারক!

আশা করি ঈদের দিনটি আপনার জীবনের সকল দুঃখ মিটিয়ে দেবে।
ঈদ মুবারক!

ঈদের ফানি উক্তি ২০২৪

ঈদের ফানি উক্তি। ভালো কিছু অর্থবহুল উক্তি দেখতে হলে আমাদের এখানে লক্ষ্য করুন। প্রকৃত আমরা সবাই পছন্দ করি। কিন্তু এরকম কিছু হাস্যকর উক্তি রয়েছে যেগুলো সবার ভালো লাগবে। ঈদের ফানি উক্তি দেখুন আমাদের পোষ্টের একদম নিচের অংশে। এখানেই আপনি পেয়ে যেতে পারেন আপনার পছন্দের একটি ফানি উক্তি। দেরি না করে এখনি দেখুন এসব উক্তি। আশা করি আপনার ভালো লাগবে এসব উক্তি সমূহ। ঈদের ফানি উক্তি দেখুন টপ ফ্যাক্ট ওয়েবসাইটে। বিস্তারিত দেখতে হোম পেজ এ ক্লিক করুন।

ঈদের দাওয়াত রইলো অশেষ 
সালামি করুন বিকাশে 

বাকা চাঁদের হাসিতে,
দাওয়াত দিলাম আসিতে,
আসতে যদি না পারও
ঈদ মোবারক গ্রহন করো

ঈদ একটি সময় যখন আপনি আপনার পরিবার
এবং বন্ধুদের সাথে সময় কাটাতে পারেন। ঈদ মুবারক!

ঈদ আপনার জীবনে সুখ
এবং আনন্দ এনে দেবে। ঈদ মুবারক!

আরো দেখুনঃ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top