Bushra Afrin

বুশরা আফরিন এর জীবন বৃত্তান্ত এবং বিস্তারিত তথ্য

যুক্তরাষ্ট্রভিত্তিক গবেষণাপ্রতিষ্ঠান অ্যাড্রিয়েন আরশট-রকফেলার ফাউন্ডেশন রেজিলিয়েন্স সেন্টার এর অধিনস্ত সদ্য নিয়োগ প্রাপ্ত চিফ হিট অফিসার বুশরা আফরিন। তিনি ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলামের মেয়ে বুশরা আফরিন। নিয়োগের পর তাকে নিয়ে ব্যপক আলোচনা সমালোচনা তৈরি হয়েছে। এশিয়ার প্রথম চিফ হিট অফিসার এই বুশরা। আমাদের আজকের পোস্টে জানবো বুশরা আফরিন এর জীবন বৃত্তান্ত এবং বিস্তারিত তথ্য।- Bushra Afrin Bio

কে এই বুশরা আফরিন

ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলামের মেয়ে বুশরা আফরিন। তিনি এশিয়া অঞ্চলের প্রথম চিফ হিট অফিসার হিসেবে নিয়োগ পেয়েছেন। একটি শহরের তাপমাত্রা কমানোর জন্য বিভিন্ন পদক্ষেপ নিয়ে থাকেন উক্ত শহরের চিফ হিট অফিসার। ঢাকার এই কাজের দায়িত্ব পেলেন বুশরা আফরিন। আরশট-রকফেলার ফাউন্ডেশন এর অধীনে নিয়োগ প্রাপ্ত বুশরা কাজ করবেন ঢাকা উত্তর সিটি করপোরেশন এর সাথে যৌথভাবে।

বুশরা আফরিন এর পরিবার

বুশরা আফরিন তার বাবা মায়ের একমাত্র সন্তান। পিতা ডিএনসিসি মেয়র আতিকুল ইসলাম এবং মাতা ডা. শায়লা সাগুফতা ইসলাম পেশায় একজন চিকিৎসক। ব্যক্তিগত জীবনে তিনি বিবহিতা এবং তার স্বামীর নাম ওসমান গনি। তিনি পেশায় একজন সরকারি কর্মকর্তা। তাদের ঘরে একটি মেয়ে সন্তান রয়েছে। পরিবার নিয়ে তারা বর্তমানে ঢাকায় বসবাস করেন।

নাম বুশরা আফরিন
পিতাআতিকুল ইসলাম
মাতা ডা. শায়লা সাগুফতা ইসলাম
স্বামী ওসমান গনি
সন্তান ১ টি মেয়ে সন্তান রয়েছে 
জন্মসাল ১২ সেপ্টেম্বর, ১৯৯৩ 
জন্মস্থান ঢাকা 
বয়স ২৯ বছর 

বুশরা আফরিন এর শিক্ষাজীবন

ঢাকার একটি স্কুলে মাধ্যমিক পর্যন্ত পড়াশোনা করেন বুশরা। এরপর উচ্চশিক্ষার জিন্য তিনি ক্যানাডায় চলে যান। সেখানে তিনি উচ্চ মাধ্যমিক সম্পন্ন করেন। এরপর কানাডার কুইন্স বিশ্ববিদ্যালয়ে গ্লোবাল ডেভেলপমেন্ট স্টাডিজ বিষয়ে স্নাতক করেন বুশরা আফরিন। ঘানার ইনস্টিটিউট অব লোকাল গভর্নমেন্ট স্টাডিজে পড়াশোনা করেছেন তিনি।

বুশরা আফরিন এর কর্মজীবন

ঘানায় পড়াশোনা শেষ করে সেখানে বলগাটাঙ্গায় একটি নারী উন্নয়ন প্রকল্পে কাজ করেন বুশরা আফরিন। এর পর দেশে ফিরে বাংলাদেশ এর একটি বেসরকারি এনজিও ‘শক্তি ফাউন্ডেশন’র ব্যবস্থাপনা নির্বাহী হিসেবে যোগ দেন তিনি। এ ছাড়া তিনি বাংলাদেশের বিশিষ্ট প্রাণী অধিকার সংস্থা অভয়ারণ্যের পলিসি কনসালটেন্ট হিসেবে ডিএনসিসির সঙ্গে কাজ করেছেন। একজন সমাজকল্যাণ নির্বাহী হিসেবে বুশরা আফরিন বাংলাদেশের পোশাক শ্রমিকদের সুরক্ষা নিশ্চিত করার পাশাপাশি টেকসই পণ্য সরবরাহের অগ্রগতির বিষয়ে কাজ করেছেন।

বুশরা আফরিন নেওয়া অন্যতম একটি উদ্যোগ ছিল পোশাক কারখানায় তাপমাত্রা হ্রাসে টাস্কফোর্স গঠন। এছাড়া, কারখানার পরিবেশে ইতিবাচক পরিবর্তন আনার মাধ্যমে কর্মজীবী মায়েদের সন্তানকে স্তন্যদানের পৃথক কক্ষের ব্যবস্থা করা এবং ডে-কেয়ার সেন্টারে শিশুদের দেখভালকারীদের প্রশিক্ষণের ব্যবস্থা করেছেন। এছাড়া ‘প্রাণিকল্যাণ আইন, ২০১৯’ এর নীতিগত পরিবর্তন ও বাস্তবায়ন নিয়ে তিনি একজন পলিসি অ্যাডভোকেসি কনসালটেন্ট হিসেবে স্থানীয় সরকারের সঙ্গে কাজ করেছেন।

বুশরা আফরিন কত টাকার মালিক

বুশরা আফরিন কত টাকার মালিক? বুশরা আফরিন এর বেতন কত এ সম্পর্কে এখন পর্যন্ত কোন অফিশিয়াল তথ্য জানা যায় নি। এই তথ্য গুলো পরবর্তী আপডেট এ প্রকাশ করা হবে। তবে আমেরিকান ভিত্তিক কোন সংস্থায় চিফ হিট অফিসার এর বেতন অবশ্যই মানুষের নজর কাড়বে।

বুশরা আফরিন এর ছবি- Bushra Afrin Photo

বুশরা আফরিন

Bushra Afrin Wiki

চিফ হিট অফিসার বুশরা আফরিন

‘চিফ হিট অফিসার’। পদটি তৈরি করেছে যুক্তরাষ্ট্রভিত্তিক গবেষণাপ্রতিষ্ঠান অ্যাড্রিয়েন আরশট-রকফেলার ফাউন্ডেশন রেজিলিয়েন্স সেন্টার। লক্ষ্য, ২০৩০ সাল নাগাদ বিশ্বের ১০০ কোটি মানুষকে চরম তাপমাত্রা থেকে রক্ষা করা। এই পদে শুধু নারীদের নির্বাচিত করা হয়। কারণ, চরম তাপমাত্রার বড় শিকার নারী ও মেয়েশিশুরা। বুশরা আফরিন আরশট-রকফেলার ফাউন্ডেশনের একজন কর্মকর্তা।

তবে একটি শহরে শুধু তাপমাত্রার কারণেই চিফ হিট অফিসার নিয়োগ দেওয়া হয় না। বিভিন্ন উদ্ভাবনী সমাধানের প্রতি ওই শহরের মেয়র ও স্থানীয় সরকারের আগ্রহের বিষয়টাও দেখা হয়। চিফ হিট অফিসার হিসেবে শুরুতে তিনি মানুষের মধ্যে সচেতনতা বাড়াতে কাজ করবেন।

চিফ হিট অফিসার এর কাজ কি

চিফ হিট অফিসার হিসেবে সাধারণত নারী দেরকেই নিয়োগ দেয়া হয়। কারণ গরম তাপমাত্রার বড় শিকার নারী ও শিশু রা। যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের মিয়ামি, সিয়েরা লিওনের ফ্রিটাউন, গ্রিসের এথেন্স, চিলির সান্তিয়াগো, মেক্সিকোর মনট্রে ও অস্ট্রেলিয়ার মেলবোর্ন শহরে চিফ হিট অফিসার রয়েছেন। বুশরার মতো তাঁরা সবাই নারী।

আরশট-রকফেলার ফাউন্ডেশন এর লক্ষ্য, ২০৩০ সাল নাগাদ বিশ্বের ১০০ কোটি মানুষকে চরম তাপমাত্রা থেকে রক্ষা করা।  ২০৫০ সাল নাগাদ বিশ্বে উষ্ণ দিনের সংখ্যা দ্বিগুণ হবে বলে আশঙ্কা করা হচ্ছে। আর তাই এই বৈশ্বিক সমস্যা মোকাবেলায় কাজ করে থাকে চিফ হিট অফিসার। চিফ হিট অফিসারদের প্রথম অগ্রাধিকার হলো জনসচেতনতা বাড়ানো। চলতি গ্রীষ্মকালকে কেন্দ্র করে এ কাজই করছেন বুশরা আফরিন।

আরো দেখুনঃ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top